Ajker Patrika

ধর্ষণের পর কিশোরী অন্তঃসত্ত্বা, ইমাম গ্রেপ্তার 

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৫: ১৪
ধর্ষণের পর কিশোরী অন্তঃসত্ত্বা, ইমাম গ্রেপ্তার 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক কিশোরীকে (১৫) ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে মো. মাহবুব আলম (৩৫) নামের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়। 

এর আগে গতকাল মঙ্গলবার মতলব উত্তরের কালিপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মাহবুব আলম মুন্সিগঞ্জ জেলার হোগলাকান্দি গ্ৰামের আমির হোসেন মোল্লার ছেলে। এ বিষয়ে মতলব উত্তর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মো. মাহবুব আলমকে আসামি করে মামলা দায়ের করা হয়। 

জানা যায়, স্কুলপড়ুয়া ওই কিশোরীর সঙ্গে ওই এলাকার স্থানীয় একটি মসজিদের ইমাম মাওলানা মাহবুবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর কিশোরীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রায় সাত মাস ধরে তাঁকে ধর্ষণ করে আসছেন মাহবুব। এতে করে ওই কিশোরী সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কিশোরীর শরীরের পরিবর্তন দেখা দিলে এ বিষয়ে পরিবার জানতে চায়। এ সময় ওই কিশোরী মসজিদের ইমাম মাওলানা মাহবুবের নাম বলে। 

ভুক্তভোগী কিশোরী বলে, ‘বিভিন্ন সময়ে মাহবুব আমার শরীরের বিভিন্ন স্থানে হাত দিত। আমি বাধা দিতাম, সে বাধা মানত না। একদিন সে আমাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এসব কথা কোথাও জানালে মেরে ফেলার হুমকি দেয় এবং আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করার কথা বলে। তাই আমি ভয়ে কোথাও জানাতে সাহস পাইনি। সর্বশেষ আমাকে বিয়ের লোভ দেখিয়ে আমার সঙ্গে মিলিত হয়।’

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কামাল জানান, গতকাল মঙ্গলবার রাতে কালিপুর বাজার থেকে ইমাম মাহবুবকে আটক করা হয়। আজ বুধবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত