Ajker Patrika

সরাইলে দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে ইটভাটার শ্রমিক আটক

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২৩, ১৩: ৫২
সরাইলে দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে ইটভাটার শ্রমিক আটক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে মোস্তফা (৪০) নামের এক ইটভাটার শ্রমিককে আটক করছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী এলাকার নিউ আশা ব্রিকফিল্ডে এ ঘটনা ঘটে। নিহতের নাম নয়নতারা (৩৫)। তিনি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার টেঙ্গুরিয়া গ্রামের কালা মিয়ার মেয়ে। আটক ব্যক্তি একই গ্রামের সুলাইমান মিয়ার ছেলে চান মোস্তফা। 

বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মোস্তফা ও স্ত্রী নয়নতারা নিউ আশা ব্রিক ফিল্ডে শ্রমিকের কাজ করতেন। আজ ভোর ৪টার দিকে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন মোস্তফা। এতে ঘটনাস্থলেই নয়নতারা নিহত হন। পরে ইটভাটার অন্য শ্রমিকেরা মোস্তফাকে আটক করেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত