Ajker Patrika

চসিকের প্রকৌশলীকে হামলা ও কার্যালয় ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চসিকের প্রকৌশলীকে হামলা ও কার্যালয় ভাঙচুর

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রকৌশলী গোলাম ইয়াজদানীকে মারধর করেছে দুর্বৃত্তরা। আজ রোববার বিকেল ৪টার দিকে সিটি করপোরেশন ভবনে তাঁর কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় তাঁর কার্যালয়ের টেবিলের কাচ এবং দরজার বাইরের নাম ফলক ভাঙচুর করা হয়। 

গোলাম ইয়াজদানী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। গত বছরের ১৪ আগস্ট চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনে বিমানবন্দর সড়কসহ বিভিন্ন সড়ক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নির্বাহী হিসেবে তাঁকে নিয়োগ দেয় স্থানীয় সরকার। 
এ নিয়ে জানতে চাইলে গোলাম ইয়াজদানী বলেন, ‘কোনো ধরনের অনুমতি ছাড়াই এক দল ঠিকাদার আমার কক্ষে ঢুকে পড়েন। এরপর তাঁরা আমার ওপর এলোপাতাড়ি মারধর করে। আমাকে রক্ষা করতে গেলে অফিস সহকারী তিলককেও মারধর করা হয়। ১০ মিনিটের মতো তাণ্ডব চালিয়ে তাঁরা চলে যান।’ 

এ নিয়ে সিটি করপোরেশনের সচিব খালেদ মাহমুদ জানান, ‘এটা মারাত্মক অন্যায় কাজ। এই ঘটনায় আমরা মামলা করব।’ এ নিয়ে চট্টগ্রাম নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা জানান, ‘ঘটনাটি খতিয়ে দেখছি। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ ভাঙচুর হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রকৌশলী গোলাম ইয়াজদানীর কার্যালয়  

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত