Ajker Patrika

সীতাকুণ্ডে দশ লাখ টাকার ইয়াবাসহ চার যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
সীতাকুণ্ডে দশ লাখ টাকার ইয়াবাসহ চার যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক অভিযান চালিয়ে ৩ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এই সময় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকেরা হলেন, মো. মনির (২৪), মো. ইলিয়াস (২৫), মো. নুর (২৪) ও মো. নুরুল ইসলাম (২২)।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের খবর পেয়ে মঙ্গলবার ভোরে মহাসড়কের পৌর সদর শ্যামলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করে। তাঁর হাতে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ব্যাগের ভেতরে লুকিয়ে রাখা ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আজ দুপুরে ইয়াবা পাচারের খবর পেয়ে বাসস্ট্যান্ডে পুনরায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ইলিয়াস, নুর ও নুরুল ইসলাম নামে তিন যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সুমন বণিক আরও বলেন, উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় দশ লাখ টাকা। মঙ্গলবার দুপুরে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে চার যুবককে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত