নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও লোহাগাড়া প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নে নিখোঁজের ১৪ দিন পর মাটি খুঁড়ে মনছুর আলী (২৭) নামে এক দুবাই প্রবাসীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রবাসীর স্ত্রী-শাশুড়ি-শ্যালিকাকে গ্রেপ্তারের পর তাঁদের তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পুটিবিলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পহরচান্দা ছোট ধলিবিলার পাহাড়ি এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
প্রবাসী মনছুর আলী একই ওয়ার্ডের পহরচান্দা ফকির হাট এলাকার ফরিদ আহমদের ছেলে। তাঁর দুই সন্তান রয়েছে।
মনছুরের বড় ভাই খোরশেদ আলম জানান, গত ২৮ ফেব্রুয়ারি দুবাই থেকে দেশে আসেন মনছুর আলী। পরদিন ১ মার্চ সন্ধ্যায় আমিরাবাদে বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বন্ধ ছিল তাঁর ব্যবহৃত মোবাইলটিও। নিখোঁজের পর থেকে তাঁর সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। গত ২ মার্চ তাঁর বোন বুলু আক্তার থানায় সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার মাটি খুঁড়ে তাঁর লাশ উদ্ধার করা হলো।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, পুটিবিলা ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে অজ্ঞাতনামা ৪ / ৫ জন লোক সিএনজি চালিত অটোরিকশাযোগে মনছুর আলীকে অপহরণ করে নিয়ে যায়। আর্থিক লেনদেন, অনৈতিক সম্পর্কের সন্দেহ ও পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মনছুর আলীর বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে মনছুর আলীকে অপহরণ করা হয়েছে—তদন্তে এমন তথ্য পায় পুলিশ।
ওই তথ্যের সূত্র ধরে গতকাল সোমবার রাতে প্রবাসীর স্ত্রী রিনা আক্তার (২৩), শাশুড়ি ছায়েরা খাতুন (৪৭) ও শ্যালিকাকে (১৬) গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাঁরা জিজ্ঞাসাবাদে মনছুর আলীর অবস্থান সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য দেন। এরপর অভিযান চালিয়ে মাটি খুঁড়ে প্রবাসীর লাশ উদ্ধার করা হয় বলে জানান ওসি।
ওসি আরও জানান, লাশের সুরতহালকালে মাথার ডান পার্শ্বে বড় ধরনের কাটা জখম, মৃতের দুই কান, নাক, মুখ এবং থুতনি শরীর থেকে কেটে বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। মামলাটি তদন্তাধীন এবং ঘটনায় জড়িত অপরাপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
এদিকে লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে প্রবাসীর লাশ মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে। তাঁকে হত্যার পর মাটিতে পুতে ফেলা হয়েছিল।’
এসআই আরও বলেন, ‘মনছুরের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নে নিখোঁজের ১৪ দিন পর মাটি খুঁড়ে মনছুর আলী (২৭) নামে এক দুবাই প্রবাসীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রবাসীর স্ত্রী-শাশুড়ি-শ্যালিকাকে গ্রেপ্তারের পর তাঁদের তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পুটিবিলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পহরচান্দা ছোট ধলিবিলার পাহাড়ি এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
প্রবাসী মনছুর আলী একই ওয়ার্ডের পহরচান্দা ফকির হাট এলাকার ফরিদ আহমদের ছেলে। তাঁর দুই সন্তান রয়েছে।
মনছুরের বড় ভাই খোরশেদ আলম জানান, গত ২৮ ফেব্রুয়ারি দুবাই থেকে দেশে আসেন মনছুর আলী। পরদিন ১ মার্চ সন্ধ্যায় আমিরাবাদে বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বন্ধ ছিল তাঁর ব্যবহৃত মোবাইলটিও। নিখোঁজের পর থেকে তাঁর সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। গত ২ মার্চ তাঁর বোন বুলু আক্তার থানায় সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার মাটি খুঁড়ে তাঁর লাশ উদ্ধার করা হলো।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, পুটিবিলা ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে অজ্ঞাতনামা ৪ / ৫ জন লোক সিএনজি চালিত অটোরিকশাযোগে মনছুর আলীকে অপহরণ করে নিয়ে যায়। আর্থিক লেনদেন, অনৈতিক সম্পর্কের সন্দেহ ও পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মনছুর আলীর বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে মনছুর আলীকে অপহরণ করা হয়েছে—তদন্তে এমন তথ্য পায় পুলিশ।
ওই তথ্যের সূত্র ধরে গতকাল সোমবার রাতে প্রবাসীর স্ত্রী রিনা আক্তার (২৩), শাশুড়ি ছায়েরা খাতুন (৪৭) ও শ্যালিকাকে (১৬) গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাঁরা জিজ্ঞাসাবাদে মনছুর আলীর অবস্থান সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য দেন। এরপর অভিযান চালিয়ে মাটি খুঁড়ে প্রবাসীর লাশ উদ্ধার করা হয় বলে জানান ওসি।
ওসি আরও জানান, লাশের সুরতহালকালে মাথার ডান পার্শ্বে বড় ধরনের কাটা জখম, মৃতের দুই কান, নাক, মুখ এবং থুতনি শরীর থেকে কেটে বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। মামলাটি তদন্তাধীন এবং ঘটনায় জড়িত অপরাপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
এদিকে লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে প্রবাসীর লাশ মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে। তাঁকে হত্যার পর মাটিতে পুতে ফেলা হয়েছিল।’
এসআই আরও বলেন, ‘মনছুরের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫