Ajker Patrika

চোলাই মদ পান ও বিক্রির উদ্দেশ্যে বহন করায় দুই যুবকের কারাদণ্ড

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১১: ০৩
চোলাই মদ পান ও বিক্রির উদ্দেশ্যে বহন করায় দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া  ইউনিয়নের ঠাকুরদীঘি বাজার এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদ পান ও বিক্রির উদ্দেশ্যে বহন করার দায়ে দুই যুবককে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়। একই সঙ্গে তাঁদের জরিমানাও করা হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. আরিফ (২৩) ও মোরশেদ আলম (২৭)। তাঁদের দুজনের বাড়ি সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের দক্ষিণ ছদাহা বিল্লাপাড়া এলাকায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ বলেন, গতকাল দিবাগত রাতে ওই দুই যুবক চোলাই মদ পানের পর বিক্রির জন্য বাজারের ব্যাগে করে মদের বোতল নিয়ে যাচ্ছিলেন। এ সময় তাঁদের হাতেনাতে আটক করা হয়। পরে মদপানের বিষয়টি প্রমাণিত হওয়ায় এবং ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় তাঁদের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ইউএনও আরও বলেন, কারাদণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানোর জন্য লোহাগাড়া থানায় সোপর্দ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মুহাম্মদ আতিকুর রহমান, উপপরিদর্শক মোজাম্মেল হোসেন, স্থানীয় চেয়ারম্যান, অন্যান্য পুলিশ ও আনসার সদস্যরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত