Ajker Patrika

চা চাওয়াকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডায় বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৪: ৫৯
চা চাওয়াকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডায় বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে নুরুল আজিজ সিকদার (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার গণ্ডামারা বাজার গাউছিয়া হোটেলের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত বৃদ্ধের নাম (৬০) বজলুল হক। তিনি উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আবুল বাশারের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে গাউছিয়া হোটেলে নুরুল আজিজ দোকানিকে চা দিতে বলেন। আগে থেকেই বজলুল হক ওই দোকানে ছিলেন। এ সময় নুরুল আজিজের চা চাওয়াকে নিয়ে মন্তব্য করেন বজলুল হক। তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটি হয় তাঁদের মধ্যে। একপর্যায়ে নুরুল আজিজ হোটেল থেকে একটি চুরি নিয়ে বজলুল হকের পেটে ঢুকিয়ে দেন। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বজলুল। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

গণ্ডামারা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন জানান, হত্যাকাণ্ডে জড়িত নুরুল আজিজকে আটক করা হয়েছে। বজলুল হকের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত