Ajker Patrika

কিশোর গ্যাং ঠেকাতে এলাকাভিত্তিক তথ্য সংগ্রহের উদ্যোগ

কক্সবাজার প্রতিনিধি
কিশোর গ্যাং ঠেকাতে এলাকাভিত্তিক তথ্য সংগ্রহের উদ্যোগ

কক্সবাজারে সাম্প্রতিক কিশোর গ্যাংয়ের অপরাধ বেড়ে যাওয়ায় তা বন্ধে এলাকাভিত্তিক তথ্য নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। তিনি বলেন, অপরাধ করে কেউ পার পাই না। অপরাধী দমনে সবাইকে একযোগে কাজ করতে হবে। গতকাল রোববার বিকেলে কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই উদ্যোগের কথা বলেন।

ফেডারেশনের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, ফেডারেশনের সাধারণ সম্পাদক আবুল হাশেম সওদাগর, কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী একেএম তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আবু সুফিয়ান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস। 

পুলিশ সুপার বলেন, ‘শহরকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।’ এ সময় তিনি রমজানে ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কেট, শপিংমলসমূহে টহল বাড়ানোরও আশ্বাস দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত