Ajker Patrika

আনোয়ারায় আশ্রয়ণ প্রকল্পে মাদক ব্যবসা, গ্রেপ্তার ৩

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১৫: ০৬
আনোয়ারায় আশ্রয়ণ প্রকল্পে মাদক ব্যবসা,  গ্রেপ্তার ৩

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী আশ্রয়ণ প্রকল্পে মাদক বিক্রির সময় তিন কারবারিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ শনিবার সকালে তাঁদের জেলহাজতে পাঠানো হয়। 

গতকাল শুক্রবার রাতে আশ্রয়ণ প্রকল্প দেওয়ান হিলের ভেতরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫৩০ পিস ইয়াবা বড়ি ও ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন—বটতলী ইউনিয়নের নুরপাড়া ৪ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল হামিদের ছেলে জয়নাল আবেদীন পুতু (৪৫), চাতরী ইউনিয়নের আমির আলী মাঝির বাড়ির মৃত জালাল আহামদের ছেলে আব্দুল গফুর (৪০) ও আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা কোরবান আলীর ছেলে মো. জসিম (৩৫)। 

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বলেন, ‘গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশ্রয়ণ প্রকল্প দেওয়ান হিলের ভেতরে অভিযান চালানো হয়। এ সময় মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫৩০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকের মূল্য আনুমানিক ১ লাখ ৫৬ হাজার টাকা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত