Ajker Patrika

বন্দর থেকে খালাস মদের বড় দুটি চালান নারায়ণগঞ্জে জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বন্দর থেকে খালাস মদের বড় দুটি চালান নারায়ণগঞ্জে জব্দ

চট্টগ্রাম বন্দর থেকে বের হয়ে যাওয়া মদের বড় দুটি চালানের গাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতের শেষ প্রহরে বিশেষ অভিযান চালিয়ে এই মদের চালান জব্দ করা হয়। চট্টগ্রাম কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার মো. সালা উদ্দিন রিজভী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

আইপি (আমদানি অনুমতিপত্র) জালিয়াতি করে কুমিল্লা ও ঈশ্বরদী ইপিজেডের দুটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে মেশিনারি ও ববিন ঘোষণায় চালান দুটি খালাস করা হয়। 

চট্টগ্রাম কাস্টম হাউস সূত্রে জানা গেছে, মদ ভর্তি দুটি কনটেইনার খালাস হবে চট্টগ্রাম বন্দর থেকে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের তত্ত্বাবধানে কাস্টম হাউস চট্টগ্রামের এআইআর টিম, আনস্টাফিং, স্ক্যানিং ও গেট ডিভিশনের সার্বিক প্রচেষ্টায় এবং র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সহায়তায় সারারাত কার্যক্রম শেষে চট্টগ্রাম বন্দর থেকে বের হয়ে যাওয়া দুটি চালান সম্বলিত গাড়ি সোনারগাঁয় জব্দ করা হয়। আইপি জালিয়াতি করে কুমিল্লা ও ঈশ্বরদী ইপিজেডের দুটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে মেশিনারি ও ববিন ঘোষণায় চালান দুটি খালাস করা হয়। 

দুটি চালানের ইনভেন্ট্রি কার্যক্রম চলমান। উচ্চশুল্কের পণ্য হওয়ায় বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে এ দুটি চালানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত