Ajker Patrika

রাজ ধনেশ পাচারের দায়ে ২ পাচারকারীর কারাদণ্ড

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
রাজ ধনেশ পাচারের দায়ে ২ পাচারকারীর কারাদণ্ড

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় রাজ ধনেশ পাখি পাচারের দায়ে দুই পাচারকারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ শুক্রবার দুপুর ২টার দিকে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। 

দণ্ডপ্রাপ্তরা হলেন—কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পানখালী এলাকার আবদুল মালেকের ছেলে মোহাম্মদ সেলিম (৫২) ও বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার পূর্ব খোন্তাকাটা এলাকার মৃত ফজলুল হকের ছেলে মো. মিজানুর রহমান (৪২)। 

পুলিশ জানায়, পুলিশ খবর পায় বান্দরবান জেলার আলীকদম থেকে কয়েকজন বন্য পাখি পাচারকারী দলের সদস্যরা কয়েকটি বিরল প্রজাতির ধনেশ পাখি পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছে। তাঁরা বাঁশখালীর প্রধান সড়ক দিয়ে চট্টগ্রাম শহর দিয়ে খুলনা জেলার বাগেরহাটে এগুলো নিয়ে যাবে। পরে বাঁশখালী থানা-পুলিশ ও বাঁশখালী রেঞ্জ কর্মকর্তা যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী জানান, রাজ ধনেশ পাখি বর্তমানে আমাদের দেশে বিলুপ্ত প্রায়। তাই এ পাখি পাচারের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত