Ajker Patrika

স্ত্রী হত্যার ১৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
স্ত্রী হত্যার ১৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

চাঁদপুরে স্ত্রীকে হত্যার দায়ে শাহজাহান প্রধান (৪৩) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী আসামির উপস্থিতিতে এ রায় দেন। 

আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা জজ কোর্টের নারী ও শিশু আদালতের পিপি অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহজাহান প্রধান উপজেলার ভাটারা এলাকার মৃত আবদুস ছাত্তারের ছেলে। 

আদালতের পিপি অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু বলেন, ‘আসামি শাহজাহান প্রধান তাঁর স্ত্রী ফারহানা বেগম পান্নার কাছে ১ লাখ টাকা যৌতুক দাবি করেন। ভুক্তভোগী পান্না যৌতুক দিতে অস্বীকার করলে তাঁর তলপেটে লাথি দেন শাজাহান। তাঁর লাথির আঘাতে পান্না জ্ঞান হারিয়ে ফেলেন। একপর্যায়ে তিনি মারা যান। পরে ভুক্তভোগী ফারহানা বেগম পান্নার ভাই ফারুক আহম্মদ পাটওয়ারী বাদী হয়ে ২০০৯ সালের ১০ ডিসেম্বর চাঁদপুর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। দীর্ঘ ১৩ বছর পর আদালত আসামি শাহজাহান প্রধানকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এ ছাড়া তাঁর ৫০ হাজার জরিমানা করেন। এই রায়ে আমরা সন্তুষ্ট।’ 
 
আসামিপক্ষের আইনজীবী মো. আব্দুল মান্নান খাঁন (মহিন) বলেন, ‘আমরা উচ্চ আদালতে আপিল করব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত