Ajker Patrika

‘কোদালের হাতলে’ ইয়াবা, চকরিয়ায় মিয়ানমার নাগরিক গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
Thumbnail image

কক্সবাজার থেকে কোদাল নিয়ে দিনমজুর সেজে শ্যামলী পরিবহনের বাসে করে ঢাকায় যাওয়ার সময় মিয়ানমারের এক নাগরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

তাঁর কাছে থাকা কোদালের হাতলের ভেতর থেকে এক হাজার ৭৫০টি ইয়াবা উদ্ধার করা হয়। 

আজ সোমবার দুপুরে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের বন বিভাগের চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে এই ইয়াবা উদ্ধার করা হয় বলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান।

গ্রেপ্তার ইদ্রিস মিয়া উখিয়া বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১৮ নম্বর ব্লকের মৃত আলী জোহরের ছেলে। 

ওসি চন্দন কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদে ভিত্তিতে শ্যামলী পরিবহনের একটি বাসে কোদালের হাতলে করে ইয়াবা পাচারের খবর পাই। তাৎক্ষণিক ফাঁসিয়াখালী ইউনিয়নের বন বিভাগের চেকপোস্ট এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়। ওই বাসে তল্লাশি চালিয়ে এক হাজার ৭৫০টি ইয়াবাসহ মিয়ানমারের ওই নাগরিকে গ্রেপ্তার করা হয়।’ 

তিনি আরও বলেন, ‘ইদ্রিসের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত