টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর কেওড়া বাগান থেকে ৩ কেজি ৩২০ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ মো. ইয়াছ নুর (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। এ সময় পাঁচ কেজি কারেন্ট জালও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ইয়াছ নুর সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ উত্তরপাড়ার মো. জাকারিয়ার ছেলে।
বিজিবির অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গতকাল বুধবার রাতে মিয়ানমার থেকে শাহপরীর দ্বীপের নাফ নদী হয়ে স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। এমন সংবাদে বিজিবির একটি বিশেষ টহল দল এবং শাহপরীর দ্বীপ বিওপি থেকে একটি চোরাচালান দমন টহল দল ওই এলাকায় অভিযান চালায়। টহল দল কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কৌশলে সেখানে অবস্থান নেয়। পরে রাত ৮টার দিকে টহলদল ওই স্থানে ইয়াছ নুরকে নাফ নদীতে মৎস্য আহরণ শেষে জাল হাতে নিয়ে কেওড়াবাগানের ভেতর দিয়ে বেড়িবাঁধের দিকে আসতে দেখে চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে তিনি পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে আটক করা হয়।
পরে ইয়াছ নুরের শরীরে তল্লাশি চালিয়ে কোমরে অভিনব পদ্ধতিতে টেপ দিয়ে মুড়িয়ে রাখা দুটি স্বর্ণের বারের বেল্ট এবং পাঁচ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। বেল্টগুলো খুলে ২০টি স্বর্ণের বার পাওয়া গেছে। উদ্ধারকৃত বারের ওজন তিন কেজি ৩২০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫৮ লাখ ৩৯ হাজার টাকা।
অধিনায়ক আরও বলেন, জব্দকৃত কারেন্ট জাল টেকনাফ কাস্টমস অফিসে এবং স্বর্ণের বার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে (ট্রেজারি শাখায়) জমা দেওয়া হয়েছে। গ্রেপ্তার ইয়াছ নুরসহ পলাতক দুই আসামির বিরুদ্ধে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে স্বর্ণ চোরাচালানের দায়ে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে টেকনাফ মডেল থানায় তাঁকে সোপর্দ করা হয়।
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর কেওড়া বাগান থেকে ৩ কেজি ৩২০ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ মো. ইয়াছ নুর (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। এ সময় পাঁচ কেজি কারেন্ট জালও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ইয়াছ নুর সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ উত্তরপাড়ার মো. জাকারিয়ার ছেলে।
বিজিবির অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গতকাল বুধবার রাতে মিয়ানমার থেকে শাহপরীর দ্বীপের নাফ নদী হয়ে স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। এমন সংবাদে বিজিবির একটি বিশেষ টহল দল এবং শাহপরীর দ্বীপ বিওপি থেকে একটি চোরাচালান দমন টহল দল ওই এলাকায় অভিযান চালায়। টহল দল কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কৌশলে সেখানে অবস্থান নেয়। পরে রাত ৮টার দিকে টহলদল ওই স্থানে ইয়াছ নুরকে নাফ নদীতে মৎস্য আহরণ শেষে জাল হাতে নিয়ে কেওড়াবাগানের ভেতর দিয়ে বেড়িবাঁধের দিকে আসতে দেখে চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে তিনি পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে আটক করা হয়।
পরে ইয়াছ নুরের শরীরে তল্লাশি চালিয়ে কোমরে অভিনব পদ্ধতিতে টেপ দিয়ে মুড়িয়ে রাখা দুটি স্বর্ণের বারের বেল্ট এবং পাঁচ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। বেল্টগুলো খুলে ২০টি স্বর্ণের বার পাওয়া গেছে। উদ্ধারকৃত বারের ওজন তিন কেজি ৩২০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫৮ লাখ ৩৯ হাজার টাকা।
অধিনায়ক আরও বলেন, জব্দকৃত কারেন্ট জাল টেকনাফ কাস্টমস অফিসে এবং স্বর্ণের বার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে (ট্রেজারি শাখায়) জমা দেওয়া হয়েছে। গ্রেপ্তার ইয়াছ নুরসহ পলাতক দুই আসামির বিরুদ্ধে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে স্বর্ণ চোরাচালানের দায়ে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে টেকনাফ মডেল থানায় তাঁকে সোপর্দ করা হয়।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৬ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৮ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৯ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫