Ajker Patrika

গাজীপুর থেকে অপহৃত শিশু ৬ দিন পর ঝালকাঠি থেকে উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৪: ৪৬
গাজীপুর থেকে অপহৃত শিশু ৬ দিন পর ঝালকাঠি থেকে উদ্ধার

গাজীপুর থেকে অপহরণের শিকার শিশুকে উদ্ধার করেছে র‍্যাব। পরে ওই শিশুকে গাজীপুর মেট্রোপলিটনের সদর থানায় হস্তান্তর করা হয়। আজ সোমবার ভোরে ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। তবে অপহরণকারী গ্রেপ্তার হয়নি।

ওই শিশুর নাম সালমা আক্তার (৬)। সে গাজীপুর জেলার জয়দেবপুর ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর গ্রামের মাওলানা নুর মোহাম্মদ মেয়ে। সে স্থানীয় খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী।

র‍্যাব বলছে, ১ আগস্ট সকালে ওই ছাত্রীর আত্মীয় পরিচয় দিয়ে মাদ্রাসা থেকে তাকে নিয়ে দোকানে খাবার কিনে দেওয়ার কথা বলে অপহরণ করেন রিয়াজ জমাদ্দার (৪০) নামে এক ব্যক্তি। এ ঘটনায় গত শুক্রবার ভুক্তভোগী শিশুর ভাই মো. হাবিবুল্লাহ বিল্লাল গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করলেও অপহরণকারী পলাতক রয়েছেন।

র‍্যাব-৮-এর সিপিএসসি কমান্ডার মেজর মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, শিশুটিকে অপহরণ করে অপহরণকারী তাঁর নিজ এলাকা ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া বাসস্ট্যান্ডে অবস্থান নেন। র‍্যাব তাঁর অবস্থান শনাক্ত করে অভিযান চালালে অপহৃত শিশুটি উদ্ধার হয়। সে সময় অপহরণকারীকে পাওয়া যায়নি। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত