Ajker Patrika

বাঘাইছড়িতে ২ গ্রুপের গোলাগুলি, হতাহতের খবর মেলেনি

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১৫: ৩৯
বাঘাইছড়িতে ২ গ্রুপের গোলাগুলি, হতাহতের খবর মেলেনি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী জারুলছড়ি এলাকায় দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে বলে জানা গেছে। থেমে থেমে প্রায় দুই ঘণ্টা ধরে চলে এই গোলাগুলি। আজ শুক্রবার ভোর ৫টার দিকে এই বন্দুকযুদ্ধে শতাধিক রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে পুলিশ হতাহতের কোনো খবর নিশ্চিত করতে পারেনি।

ঘটনার পর যৌথ বাহিনীর দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা বন্দুকযুদ্ধের আলামত পেলেও হতাহত কাউকে উদ্ধার করতে পারেনি। তবে স্থানীয়রা বলছে, পাহাড়ি সংগঠন জেএসএস ও ইউপিডিএফের মধ্যে এই বন্দুকযুদ্ধ হয়েছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, গোলাগুলির খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গেছে। তবে হতাহত কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা যৌথ বাহিনীকে জানিয়েছে, সকালে তারা গোলাগুলির শব্দ শুনেছে।

ইউপিডিএফ মূল দলের রাঙামাটি সমন্বয়ক সচল চাকমা জানান, ‘জেএসএসের সশস্ত্র লোকজন আমাদের নিরস্ত্র কর্মীদের ওপর হামলা করেছে। তবে কেউ হতাহত হয়নি।’

জেএসএস রাঙামাটি জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা বলেন, ‘আমাদের সেখানে কোনো কার্যক্রম নেই। আমাদের দলের কোনো সশস্ত্র শাখা নেই। ইউপিডিএফ নিজেরা এই গোলাগুলি করতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত