Ajker Patrika

বিভিন্ন সময় অপহৃত ৩ কিশোরীকে একই দিনে উদ্ধার, গ্রেপ্তার ৩

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
বিভিন্ন সময় অপহৃত ৩ কিশোরীকে একই দিনে উদ্ধার, গ্রেপ্তার ৩

কক্সবাজারের চকরিয়া থেকে বিভিন্ন সময় অপহৃত তিন কিশোরীকে পৃথক তিন স্থান থেকে উদ্ধার করেছে থানা–পুলিশ। অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। আজ ভোরের দিকে তিন কিশোরীকে পৃথক তিন স্থান থেকে উদ্ধার ও ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।

গ্রেপ্তার তিনজন হলেন— সুরাজপুর–মানিকপুর ইউনিয়নের পূর্ব সুরাজপুর গ্রামের মোহাম্মদ সম্রাট (২২), কাকারা ইউনিয়নের মাইজঘোনা উত্তরপাড়া গ্রামের শফিকুল ইসলাম (৪০) ও চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পশ্চিম চম্বল গ্রামের ফরহাদুল ইসলাম (২২)। 

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সুরাজপুর-মানিকপুর থেকে সকাল ৯টার দিকে মোহাম্মদ সম্রাট ও তাঁর সহযোগীরা ১৭ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করে পেকুয়ায় নিয়ে যান। এ ঘটনায় কিশোরীর ভাই বাদী হয়ে চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মানিক কুমার আজ সকালে অভিযান চালিয়ে পেকুয়া থেকে অপহৃত কিশোরী ও সম্রাটকে গ্রেপ্তার করেন। 

অপরদিকে গত ৬ আগস্ট গ্রেপ্তার শফিকুল ইসলাম আরেক কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। ওই কিশোরীর মা বাদী হয়ে চকরিয়া থানায় মামলা করেন। থানার এসআই মোহাম্মদ আল ফোরকান আসামির নিজ বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার ও জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করেন। 

অন্যদিকে গত ১২ আগস্ট এক কিশোরীকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। অপহরণের তিন দিন পর ওই কিশোরীর মা বাদী হয়ে চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গতকাল শুক্রবার রাতে থানার এসআই রাজীব চন্দ্র সরকার অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে কিশোরীকে উদ্ধার করেন। এ সময় গ্রেপ্তার করা হয় মামলার প্রধান আসামি ফরহাদুল ইসলামকে। 

এ বিষয়ে চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, ‘অপহৃত তিন কিশোরীকে উদ্ধার ও এ ঘটনায় জড়িত তিনজন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত