Ajker Patrika

তিন শিক্ষার্থীকে কিশোর গ্যাংয়ের সদস্যদের বেধড়ক মারধর

লক্ষ্মীপুর প্রতিনিধি
তিন শিক্ষার্থীকে কিশোর গ্যাংয়ের সদস্যদের বেধড়ক মারধর

লক্ষ্মীপুরে তিন কলেজ শিক্ষার্থীকে ইট ও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে। আজ সোমবার দুপুরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্ছানগর এলাকার সড়কে এ হামলার শিকার হয় তারা।

আহত শিক্ষার্থীরা হলো জিন্নাত হাসান অমি, আরাফাত হোসেন, ও সাইফুল ইসলাম। তারা পৌর আইডিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক ও ব্যবসা শাখার শিক্ষার্থী। হামলাকারী সবাই বাঞ্ছানগর এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানায় স্থানীয়রা।

পুলিশ ও আহত শিক্ষার্থীরা জানায়, কলেজ ছুটি শেষে অমি, আরাফাত ও সাইফুল একসঙ্গে হেঁটে শহরের উত্তর তেহমুণী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। দুপুর ১টার দিকে বাঞ্ছানগর মেহের খাঁ ৩ রাস্তার মুখে পৌঁছালে কিশোর গ্যাং নেতা রনি তার পকেট থেকে মোবাইল ফোন বের করে অমিকে প্রশ্ন করে তুই কি অমি? এ কথা বলে অমি ও তার দুই সহপাঠীর ওপর ইট ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় রনি ও তার অনুসারীরা। এতে তিন শিক্ষার্থী আহত হয়। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

অমির বাবা মো. জাকির হোসেন বলেন, ‘তুচ্ছ ঘটনায় আমার ছেলে ও তার দুই বন্ধুকে মারধর করছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনায় মামলা  করা হবে।’ 

পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সুমন বলেন, ‘শিক্ষার্থীদের ওপর কিশোর গ্যাংয়ের হামলা সত্যিই আমি লজ্জিত। এ ছাড়া দীর্ঘদিন ধরে চিহ্নিত কিশোর গ্যাংয়ের সদস্যরা স্কুল-কলেজের শিক্ষার্থীরা আসা-যাওয়ার পথে প্রায় উত্ত্যক্ত করে।’ এ বিষয়ে প্রশাসনকে বারবার বলা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। 

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের গ্রেপ্তারের অভিযান চালছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত