প্রতিনিধি, নোয়াখালী
বিদেশগামী ও বিদেশ গমনে ইচ্ছুক লোকজনকে সরকারি বিধি মোতাবেক করোনা পরীক্ষা করতে হবে। করোনা রিপোর্ট নেগেটিভ আসলে বিদেশ যাওয়া সম্ভব হবে। এ জন্য প্রতিদিন ভোর থেকে নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের সামনে এসে লাইনে দাঁড়ান শত-শত বিদেশ গমন ইচ্ছুক লোকজন। আর এ সুযোগকে কাজে লাগিয়ে গত কয়েক দিন ধরে করোনা রিপোর্ট পজিটিভ করে সার্টিফিকেট দেওয়ার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিল এক যুবক। আজ সোমবার এই অভিযোগে সকালে নমুনা দিতে আসা লোকজনের সহযোগিতায় কামরুল ইসলাম (১৮) নামের ওই যুবককে আটক করে সিভিল সার্জন কার্যালয়ের লোকজন।
আটককৃত কামরুল ইসলাম (১৮) বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের বকশি ভূঁইয়া বাড়ির আবদুল হোসেনের ছেলে।
জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, আমরা সাধারণত বিদেশগামী লোকজনের শরীর থেকে নমুনা সকালে সংগ্রহ করে থাকি। নমুনা সংগ্রহ শেষে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে তাঁদের রিপোর্ট দেওয়া হয়। গত ৩-৪ দিন থেকে রিপোর্ট নিতে আসা কয়েকজন আমাদের কাছে অভিযোগ করে, মোবাইলে তাঁদের জানানো হয়েছে টাকা না দিলে রিপোর্ট পজিটিভ করে দেওয়া হবে। এমন অভিযোগের ভিত্তিতে গত কয়েক দিন আমরা ওই কলকারীকে আটক করার চেষ্টা চালাই।
আজ সকাল ৮টার দিকে নমুনা দিতে লাইনে থাকা লোকজনের তথ্য সংগ্রহকালে কামরুল ইসলাম নামের একজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনায় আমাদের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে।
ডা. মাসুম ইফতেখার আরও জানান, কামরুল লাইনে অপেক্ষমাণ লোকদের কাছ থেকে তাঁদের মোবাইল নম্বরসহ তথ্য সংগ্রহ করে, বিকেলে ওই মোবাইল নম্বরগুলোতে কল দিয়ে রিপোর্ট প্রত্যাশীদের কাছে টাকা দাবি করত। কেউ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার রিপোর্ট পজিটিভ করে দেবে বলে হুমকি দিত সে।
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে কামরুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিদেশগামী ও বিদেশ গমনে ইচ্ছুক লোকজনকে সরকারি বিধি মোতাবেক করোনা পরীক্ষা করতে হবে। করোনা রিপোর্ট নেগেটিভ আসলে বিদেশ যাওয়া সম্ভব হবে। এ জন্য প্রতিদিন ভোর থেকে নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের সামনে এসে লাইনে দাঁড়ান শত-শত বিদেশ গমন ইচ্ছুক লোকজন। আর এ সুযোগকে কাজে লাগিয়ে গত কয়েক দিন ধরে করোনা রিপোর্ট পজিটিভ করে সার্টিফিকেট দেওয়ার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিল এক যুবক। আজ সোমবার এই অভিযোগে সকালে নমুনা দিতে আসা লোকজনের সহযোগিতায় কামরুল ইসলাম (১৮) নামের ওই যুবককে আটক করে সিভিল সার্জন কার্যালয়ের লোকজন।
আটককৃত কামরুল ইসলাম (১৮) বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের বকশি ভূঁইয়া বাড়ির আবদুল হোসেনের ছেলে।
জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, আমরা সাধারণত বিদেশগামী লোকজনের শরীর থেকে নমুনা সকালে সংগ্রহ করে থাকি। নমুনা সংগ্রহ শেষে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে তাঁদের রিপোর্ট দেওয়া হয়। গত ৩-৪ দিন থেকে রিপোর্ট নিতে আসা কয়েকজন আমাদের কাছে অভিযোগ করে, মোবাইলে তাঁদের জানানো হয়েছে টাকা না দিলে রিপোর্ট পজিটিভ করে দেওয়া হবে। এমন অভিযোগের ভিত্তিতে গত কয়েক দিন আমরা ওই কলকারীকে আটক করার চেষ্টা চালাই।
আজ সকাল ৮টার দিকে নমুনা দিতে লাইনে থাকা লোকজনের তথ্য সংগ্রহকালে কামরুল ইসলাম নামের একজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনায় আমাদের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে।
ডা. মাসুম ইফতেখার আরও জানান, কামরুল লাইনে অপেক্ষমাণ লোকদের কাছ থেকে তাঁদের মোবাইল নম্বরসহ তথ্য সংগ্রহ করে, বিকেলে ওই মোবাইল নম্বরগুলোতে কল দিয়ে রিপোর্ট প্রত্যাশীদের কাছে টাকা দাবি করত। কেউ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার রিপোর্ট পজিটিভ করে দেবে বলে হুমকি দিত সে।
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে কামরুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৈবাহিক জীবনে টানাপোড়েন, তাতে যুক্ত হয় সন্দেহ। সেই সন্দেহই কাল হয়ে দাঁড়ায় তাসলিমা আক্তারের জীবনে। রাজধানীর কলাবাগানে স্বামীর দায়ের কোপে হয়েছেন খুন। হত্যার পর স্ত্রীর লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন নজরুল ইসলাম।
৫ দিন আগেদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে ২০ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। আজ সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রায়ের দিন নির্ধারণ করেন।
৭ দিন আগেযুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
১৯ দিন আগেঢাকার পল্লবীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাকরির লোভ দেখিয়ে ও ব্যবসায়িক অংশীদারির আশ্বাস দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিত চক্রটি।
২১ দিন আগে