Ajker Patrika

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা 

কক্সবাজার প্রতিনিধি
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা 

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। তাঁর নাম ইমাম হোসেন (৩০)। আজ মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/ ১৬–তে এ ঘটনা ঘটে।

ইমাম হোসেন পাশের ক্যাম্প-১ ইস্ট এর জি/ ১২ ব্লকের মনি উল্লাহর ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মো. শামীম হোসেন জানান, ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/ ১৬ ব্লকে অজ্ঞাতনামা একদল দুষ্কৃতকারী ইমাম হোসেনকে সরাসরি গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও থানা–পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার পর পুলিশের টহল বাড়ানো হয়েছে। কে বা কারা যুবককে গুলি করে হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

মানবিক করিডর না ভূ-রাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত