Ajker Patrika

চান্দিনায় আবারও জুয়েলারি দোকান থেকে স্বর্ণ চুরি

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১৭: ৫১
চান্দিনায় আবারও জুয়েলারি দোকান থেকে স্বর্ণ চুরি

কুমিল্লার চান্দিনা বাজারে আবারও একটি স্বর্ণের দোকান থেকে ক্রেতা সেজে স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় চান্দিনা কাপড়িয়া পট্টির ওই জুয়েলারি দোকানে এ ঘটনা ঘটে। 

দোকানমালিক সুবল দাস বলেন, বেলা সাড়ে ১১টার দিকে তিন পুরুষ ও এক নারী ক্রেতা বেশে দোকানে এসে স্বর্ণের আংটি, কানের দুল দেখেন। একজন বলেন স্বর্ণের আংটি দেখান আরেকজন বলেন এটার ওজন দেন। আবার আরেকজন বলেন কানের ওই দুলটি দেখান। 

সুবল দাস আরও বলেন, সুযোগ বুঝে চোর চক্রের এক পুরুষ দোকানের শোকেস থেকে আংটি রাখার দুটি ট্রে বের করেন এবং সঙ্গে থাকা চক্রের নারী সদস্য কৌশলে বোরকার ভেতরে নিয়ে যান। ট্রে দুটি গায়েব করার পর আংটি ও কানের দুল পছন্দ না হওয়ার অজুহাতে দোকান ত্যাগ করে চোর চক্রটি। 

দুটি ট্রেতে ৩০টি আংটি ছিল। এতে প্রায় ৪ ভরিরও বেশি স্বর্ণ থাকায় প্রায় সাড়ে তিন লাখ টাকার লোকসান হয়। যদি কেউ তাঁদের শনাক্ত করতে পারে তাঁদের পুরস্কৃত করবেন বলেও জানান দোকানমালিক। 

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি চান্দিনা বাজারের ঢাকেশ্বরী জুয়েলারি দোকানে স্বর্ণের চেইন চুরির সময় চোর চক্রকে আটক করা হয়। 

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনস্থল পরিদর্শন করেছি। চোর চক্রকে আটক করতে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।’

ঈদ উপলক্ষে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন এই পুলিশের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

মেয়ের কফিনে বাবার চুমু

মেয়েকে আনতে স্কুলে গিয়ে লাশ হয়ে ফিরলেন গাংনীর রজনী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত