নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার ঘুমধুমের সীমান্ত গ্রাম থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি ঘুমধুম পশ্চিম পাড়ার আবদুল মালেক (৪৮) নামের এক ব্যবসায়ী। তাঁর বাবার নাম আবদুস সালাম।
স্থানীয়রা বলেন, সীমান্তের ঘুমধুমের পশ্চিমপাড়া, বেতবুনিয়া ও নাইক্ষ্যংছড়ি সদরের জামছড়ি–ফুলতলি পয়েন্টে ইয়াবার পাচার বেড়েছে।
থানার অফিসার ইনচার্জ টানটু সাহা বলেন, আজ বৃহস্পতিবার সকালে গোপন সূত্রের ভিত্তিতে র্যাব–১৫ এর সদস্যরা ঘুমধুমের সীমান্ত গ্রামের ব্যবসায়ী আবদুল মালেকের বাড়িতে অভিযান চালায়। এ সময় খাটের নিচে লুকিয়ে থাকা ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আবদুল মালেকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
টানটু সাহা আরও জানান, ‘গত রোববার, সোমবার ও বৃহস্পতিবার এ তিন দিনে র্যাব–১৫ ও ১১ বিজিবির সদস্যরা মোট ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। যেখানে র্যাব–১৫ জব্দ করেছে ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা এবং ১১ বিজিবি জব্দ করে ১৯ হাজার ৪২ পিস ইয়াবা। এ তিন অভিযানে গ্রেপ্তার করা হয় তিনজনকে। যাদের মধ্যে ঘুমধুম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল মেম্বারও রয়েছে। এর আগে রোববার র্যাব–১৫ ঘুমধুমের বেতবুনিয়া থেকে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার ঘুমধুমের সীমান্ত গ্রাম থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি ঘুমধুম পশ্চিম পাড়ার আবদুল মালেক (৪৮) নামের এক ব্যবসায়ী। তাঁর বাবার নাম আবদুস সালাম।
স্থানীয়রা বলেন, সীমান্তের ঘুমধুমের পশ্চিমপাড়া, বেতবুনিয়া ও নাইক্ষ্যংছড়ি সদরের জামছড়ি–ফুলতলি পয়েন্টে ইয়াবার পাচার বেড়েছে।
থানার অফিসার ইনচার্জ টানটু সাহা বলেন, আজ বৃহস্পতিবার সকালে গোপন সূত্রের ভিত্তিতে র্যাব–১৫ এর সদস্যরা ঘুমধুমের সীমান্ত গ্রামের ব্যবসায়ী আবদুল মালেকের বাড়িতে অভিযান চালায়। এ সময় খাটের নিচে লুকিয়ে থাকা ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আবদুল মালেকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
টানটু সাহা আরও জানান, ‘গত রোববার, সোমবার ও বৃহস্পতিবার এ তিন দিনে র্যাব–১৫ ও ১১ বিজিবির সদস্যরা মোট ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। যেখানে র্যাব–১৫ জব্দ করেছে ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা এবং ১১ বিজিবি জব্দ করে ১৯ হাজার ৪২ পিস ইয়াবা। এ তিন অভিযানে গ্রেপ্তার করা হয় তিনজনকে। যাদের মধ্যে ঘুমধুম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল মেম্বারও রয়েছে। এর আগে রোববার র্যাব–১৫ ঘুমধুমের বেতবুনিয়া থেকে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪