Ajker Patrika

আখাউড়ায় গাঁজা ও এস্কাফ সিরাপসহ আটক ৩ 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১৪: ৪৮
আখাউড়ায় গাঁজা ও এস্কাফ সিরাপসহ আটক ৩ 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১০ কেজি গাঁজা ও মাদক হিসেবে নিষিদ্ধ ১৫৭ বোতল সিরাপসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। 

আজ শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম। 

আটক ব্যক্তিরা হলেন উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর এলাকার মৃত রমজান আলীর ছেলে মো. ইকবাল হোসেন (২৫), মনিয়ন্দ ইউনিয়নের দীঘির পূর্বপাড় এলাকার মো. মিন্টু খাঁর ছেলে মো. সাকিব খাঁ (২৪), পৌরসভার দেবগ্রাম পূর্বপাড়া এলাকার মৃত কুদ্দুস ভূঁইয়ার ছেলে মো. সিজল ভূঁইয়া প্রকাশ চম্পা (২৫)। 

পুলিশ গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন জায়গায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ তাঁদের আটক করে। এস্কাফ সিরাপটিতে কোডিন থাকায় এটি বাংলাদেশে মাদক হিসেবে নিষিদ্ধ। পুলিশের দাবি, তাঁরা মাদক কারবারি। 

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, গাঁজা ও এস্কাফ সিরাপসহ তিনজনকে আটক করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত