সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া-চরদরবেশ ইউনিয়নের সীমানায় জমাদার বাজারে অর্জুন স্বর্ণ শিল্পালয়ে ডাকাতির ঘটনা ঘটে। স্বর্ণ লুট করে বোমা ফাটিয়ে পালিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় দুই জন আহত হয়েছেন। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনীর পুলিশ সুপার জাকির হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাজারের লোকজন কম থাকে। অনেকে দোকান বন্ধ করে খাবার খেতে বাড়ি চলে যান। এই সুযোগ ডাকাত দল স্বর্ণের দোকানে প্রবেশ করে দোকানদার অর্জুন চন্দ্র ভাদুড়ীকে কুপিয়ে স্বর্ণ লুট করে। দোকান থেকে বের হওয়ার সময় পাশের দোকানের শহীদুল ইসলাম লেদু (৪৫) এগিয়ে এলে ডাকাত দল বোমা ফাটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এতে তিনি আহত হন। ডাকাতেরা চলে যাওয়ার পর স্থানীয়রা অর্জুন চন্দ্রকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর ছড়িয়ে পড়ার পর শত শত উৎসুক জনতা দোকানের সমানে ভিড় করে। দোকানের সামনে রক্তাক্ত জুতা পড়ে থাকতে দেখা গেছে। দোকানের ভেতরেও স্বর্ণ রাখার শোকেসের গ্লাসগুলো ভাঙা। মেঝেতে রক্তের দাগ দেখা গেছে।
এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ঘটনাস্থলে এসে পৌঁছায়। এরপর ক্রাইম সিন চিহ্নিত করে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়।
দোকানের কোনো কর্মচারী না থাকায় কতটুকু স্বর্ণ বা টাকা ছিল তা নির্দিষ্ট করে জানা যায়নি। তবে অনেক নারী এসে বলছেন, তাঁরা এই দোকানে স্বর্ণ বন্ধক রেখেছেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’
অর্জুন চন্দ্র ভাদুড়ী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রতন স্বর্ণকার বাড়ির দ্বিজেন্দ্র কুমার দাশের ছেলে।
ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া-চরদরবেশ ইউনিয়নের সীমানায় জমাদার বাজারে অর্জুন স্বর্ণ শিল্পালয়ে ডাকাতির ঘটনা ঘটে। স্বর্ণ লুট করে বোমা ফাটিয়ে পালিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় দুই জন আহত হয়েছেন। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনীর পুলিশ সুপার জাকির হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাজারের লোকজন কম থাকে। অনেকে দোকান বন্ধ করে খাবার খেতে বাড়ি চলে যান। এই সুযোগ ডাকাত দল স্বর্ণের দোকানে প্রবেশ করে দোকানদার অর্জুন চন্দ্র ভাদুড়ীকে কুপিয়ে স্বর্ণ লুট করে। দোকান থেকে বের হওয়ার সময় পাশের দোকানের শহীদুল ইসলাম লেদু (৪৫) এগিয়ে এলে ডাকাত দল বোমা ফাটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এতে তিনি আহত হন। ডাকাতেরা চলে যাওয়ার পর স্থানীয়রা অর্জুন চন্দ্রকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর ছড়িয়ে পড়ার পর শত শত উৎসুক জনতা দোকানের সমানে ভিড় করে। দোকানের সামনে রক্তাক্ত জুতা পড়ে থাকতে দেখা গেছে। দোকানের ভেতরেও স্বর্ণ রাখার শোকেসের গ্লাসগুলো ভাঙা। মেঝেতে রক্তের দাগ দেখা গেছে।
এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ঘটনাস্থলে এসে পৌঁছায়। এরপর ক্রাইম সিন চিহ্নিত করে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়।
দোকানের কোনো কর্মচারী না থাকায় কতটুকু স্বর্ণ বা টাকা ছিল তা নির্দিষ্ট করে জানা যায়নি। তবে অনেক নারী এসে বলছেন, তাঁরা এই দোকানে স্বর্ণ বন্ধক রেখেছেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’
অর্জুন চন্দ্র ভাদুড়ী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রতন স্বর্ণকার বাড়ির দ্বিজেন্দ্র কুমার দাশের ছেলে।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪