কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার তিন বন্ধুর মরদেহ উদ্ধারের ঘটনায় সবমিলিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে টেকনাফের দমদমিয়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করে র্যাব। এ সময় ছৈয়দ হোসন ওরফে সোনালি ডাকাত (৩৫) ও এমরুল (৩০) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে এ ঘটনায় জড়িত সন্দেহে চলতি মাসের ১২ তারিখ শফি আলম ও আরাফাত নামের দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের দেওয়া তথ্যসূত্রেই মরদেহগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম ও জেলার র্যাব-১৫ ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন।
অপহৃত তিন বন্ধুরা হলেন, কক্সবাজারের চৌফলদন্ডী উত্তরপাড়ার রুবেল, ঈদগাঁও উপজেলার জালালাবাদ সওদাগর পাড়ার মোহাম্মদ ইউছুফ ও কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার ইমরান। গত ২৮ এপ্রিল পাত্রী দেখতে টেকনাফে গিয়ে তাঁরা অপহৃত হন।
র্যাব ও পুলিশের কর্মকর্তারা বলছেন, তিন বন্ধুকে অপহরণের পর হত্যায় জড়িত একজনের দেওয়া তথ্য মতে লাশগুলো উদ্ধার করা হয়। অর্ধগলিত লাশগুলো চেনার উপায় নেই। শরীর থেকে মাংস ঝরে পড়ে অনেকটা কঙ্কাল হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, অন্তত দুই সপ্তাহ আগে পাহাড়ে তাঁদের হত্যা করা হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্যে তিনজনের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিম বলেন, ‘গত ২৮ এপ্রিল টেকনাফ সদরে কোহিনুর নামের এক মেয়েকে দেখার টোপ দিয়ে রুবেল ও তাঁর দুই বন্ধুকে ডেকে আনে রোহিঙ্গা শফি আলম। তিন বন্ধু অপহরণের বিষয়টি নজরে আসার পর কাজ শুরু করে পুলিশ। শফির দেওয়া তথ্যমতে তার ভাগনে আরাফাতকে টেকনাফের মুচনী রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে অপহৃত রুবেলের ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়।’
জেলার র্যাব-১৫ ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন বলেন, ‘তিন বন্ধু টেকনাফ পাত্রী দেখতে যাচ্ছিলেন। পথে গাড়ি থামিয়ে তাদের অপহরণ করা হয়। এর পর পরিবারের লোকজনের কাছ থেকে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। প্রথমে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী টেকনাফ দমদমিয়া এলাকার গহিন পাহাড় থেকে তিন বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো অর্ধগলিত ছিল। মরদেহগুলো যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেখানে মানুষের কোনো আনা-গোনা নেই। পরে টেকনাফের হাবিবছড়া গহিন পাহাড় থেকে ছৈয়দ হোসন ওরফে সোনালি ডাকাত (৩৫) ও এমরুল (৩০) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।’
কক্সবাজারের টেকনাফে পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার তিন বন্ধুর মরদেহ উদ্ধারের ঘটনায় সবমিলিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে টেকনাফের দমদমিয়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করে র্যাব। এ সময় ছৈয়দ হোসন ওরফে সোনালি ডাকাত (৩৫) ও এমরুল (৩০) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে এ ঘটনায় জড়িত সন্দেহে চলতি মাসের ১২ তারিখ শফি আলম ও আরাফাত নামের দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের দেওয়া তথ্যসূত্রেই মরদেহগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম ও জেলার র্যাব-১৫ ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন।
অপহৃত তিন বন্ধুরা হলেন, কক্সবাজারের চৌফলদন্ডী উত্তরপাড়ার রুবেল, ঈদগাঁও উপজেলার জালালাবাদ সওদাগর পাড়ার মোহাম্মদ ইউছুফ ও কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার ইমরান। গত ২৮ এপ্রিল পাত্রী দেখতে টেকনাফে গিয়ে তাঁরা অপহৃত হন।
র্যাব ও পুলিশের কর্মকর্তারা বলছেন, তিন বন্ধুকে অপহরণের পর হত্যায় জড়িত একজনের দেওয়া তথ্য মতে লাশগুলো উদ্ধার করা হয়। অর্ধগলিত লাশগুলো চেনার উপায় নেই। শরীর থেকে মাংস ঝরে পড়ে অনেকটা কঙ্কাল হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, অন্তত দুই সপ্তাহ আগে পাহাড়ে তাঁদের হত্যা করা হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্যে তিনজনের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিম বলেন, ‘গত ২৮ এপ্রিল টেকনাফ সদরে কোহিনুর নামের এক মেয়েকে দেখার টোপ দিয়ে রুবেল ও তাঁর দুই বন্ধুকে ডেকে আনে রোহিঙ্গা শফি আলম। তিন বন্ধু অপহরণের বিষয়টি নজরে আসার পর কাজ শুরু করে পুলিশ। শফির দেওয়া তথ্যমতে তার ভাগনে আরাফাতকে টেকনাফের মুচনী রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে অপহৃত রুবেলের ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়।’
জেলার র্যাব-১৫ ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন বলেন, ‘তিন বন্ধু টেকনাফ পাত্রী দেখতে যাচ্ছিলেন। পথে গাড়ি থামিয়ে তাদের অপহরণ করা হয়। এর পর পরিবারের লোকজনের কাছ থেকে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। প্রথমে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী টেকনাফ দমদমিয়া এলাকার গহিন পাহাড় থেকে তিন বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো অর্ধগলিত ছিল। মরদেহগুলো যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেখানে মানুষের কোনো আনা-গোনা নেই। পরে টেকনাফের হাবিবছড়া গহিন পাহাড় থেকে ছৈয়দ হোসন ওরফে সোনালি ডাকাত (৩৫) ও এমরুল (৩০) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৫ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৮ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৯ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫