Ajker Patrika

পরশুরামে সামাজিক বনায়নে দুর্বৃত্তের আগুন

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৩৩
Thumbnail image

দুর্বৃত্তের দেওয়া আগুনে সামাজিক বনায়নের কয়েক একর এলাকা পুড়ে গেছে। ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া বিট এলাকায় এ ঘটনা ঘটে। গত বুধবার আগুন লাগার ঘটনাটি ঘটে। বিষয়টি প্রকাশ্যে এসেছে গতকাল শনিবার। 

সামাজিক বনায়নে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বন কর্মকর্তা আবু নাছের জিয়াউর রহমান। তিনি বলেন, ‘বুধবার দুপুরের দিকে দুর্বৃত্তরা সামাজিক বনায়নে আগুন দিতে পারে, দুর্বৃত্তদের শনাক্ত করা হয়েছে। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’

বন কর্মকর্তা আরও বলেন, ‘আগুনে সামাজিক বনায়নের কয়েক একর এলাকা পুড়ে গেছে। এতে সামাজিক বনায়নের গাছ, বেত ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন-চার লাখ টাকার ক্ষতি হয়েছে।’ 

প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে জীববৈচিত্র্য সংরক্ষণ ও দারিদ্র্য বিমোচন প্রকল্পের আওতায় বিলোনিয়া বিট এলাকায় ২০১৩-১৪ অর্থবছরে ২০ হেক্টর জমিতে সাড়ে ২২ হাজার বেতগাছ লাগানো হয়। এ ছাড়া ওই স্থানে সামাজিক বনায়নের গাছ রয়েছে বলে জানান বন কর্মকর্তা আবু নাছের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত