Ajker Patrika

মরিচের গুঁড়া ছিটিয়ে ব্যাগ ছিনতাই, ৫ কিশোর আটক  

প্রতিনিধি, (লোহাগাড়া) চট্টগ্রাম
মরিচের গুঁড়া ছিটিয়ে ব্যাগ ছিনতাই, ৫ কিশোর আটক  

লোহাগাড়ায় চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে এক বিকাশ এজেন্টের ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ কিশোরকে আটক করেছে পুলিশ।

গতকাল রোববার দিবাগত রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- মো. রকি (১৬), আবু তৈয়ব (১৬), মিনহাজ (১৭), জামাল (১৭) ও আলমগীর (১৬)। ছিনতাইয়ের শিকার আরফাত উল্লাহ (২০) উপজেলার চুনতি ইউনিয়নের এমচর হাট এলাকার মো. শাহ আলমের ছেলে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: জাকারিয়া রহমান জিকু জানান,  সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় তাদেরকে আটক করা হয়।

আরফাত উল্লাহ জানান, ব্যাংক লেনদেন সংক্রান্ত কাজে রোববার দুপুরে বটতলী বাসস্টেশনে আসেন। স্টেশনের সিকদার টাওয়ারের সামনে ৮-১০ জনের একদল কিশোর তাকে গতিরোধ করে। তাদের হাতে হকিষ্টিক ও মরিচের গুঁড়া ছিল। প্রতিবাদ করলে তারা মরিচের গুঁড়া চোখে ছিটিয়ে দিয়ে ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিজান ও সদস্য মামুন অর রশিদ বিষয়টি জানালে তারা লোহাগাড়া থানা পুলিশকে খবর দেন। লোহাগাড়া থানার এসআই জুযুৎসু যস চাকমা ও এসআই পার্থসারথি হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে রাতেই পাঁচ কিশোরকে আটক করে।

লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, ঘটনার পর সিসিটিভির ফুটেজ দেখে অভিযান চালানো হয়। পাঁচ কিশোরকে পুলিশ আটক করেছে। বাকিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত