Ajker Patrika

বাসায় গিয়ে টিকা দেওয়ার ঘটনায় চসিকের স্বাস্থ্যকর্মীর নাম, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো
বাসায় গিয়ে টিকা দেওয়ার ঘটনায় চসিকের স্বাস্থ্যকর্মীর নাম, গ্রেপ্তার ২

নগরের খুলশিতে বাসায় গিয়ে এক যুবককে কোভিড টিকা দেওয়ার ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) এক স্বাস্থ্যকর্মী জড়িত বলে জানতে পেরেছে পুলিশ। বিষু দে (৩৫) নামের ওই স্বাস্থ্যকর্মী করপোরেশনের আলহাজ মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান। তিনি চসিকের গণটিকা কার্যক্রমে মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের কোভিড ভ্যাকসিন টিকা কার্যক্রমের ইনচার্জ বলে জানিয়েছে পুলিশ। 

এ ঘটনায় নগরীর খুলশী থানায় বিশু দেসহ চারজনকে আসামি করে মামলা করেছে চসিক। আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হলেও অভিযুক্ত বিষু দে ও আরেক যুবক পলাতক। 

খুলশি থানার ওসি মো. শাহীনুজ্জামান বলেন, আমরা গ্রেপ্তার দুই যুবককে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি বিষু দে নামের এক স্বাস্থ্যকর্মী নিয়ম বহির্ভূতভাবে ১ হাজার টাকার বিনিময়ে গত শনিবার মো. হাসান নামে এক যুবকের বাসায় গিয়ে টিকা দেন। টিকা পেতে হাসানকে সহায়ত করেন তাঁর বন্ধু মো. মোবারক আলী (৩৩)। 

তিনি জানান, এ ঘটনায় করা মামলায় গতকাল রোববার রাতে মো. হাসানকে ও আজ সকালে মোবরক আলীকে গ্রেপ্তার করা হলেও টিকা নেওয়া আরেক যুবক মো. সাজ্জাদ (২৭) ও বিষু দে পলাতক আছেন। তাঁদের ধরতে অভিযান চলছে। 

চসিকের পক্ষে খুলশি থানায় মামলাটি করেন সংস্থার কাপাসগোলা ইপিআই জোনের মেডিকেল অফিসার ডা. তপন কুমার চক্রবর্তী। তিনি বলেন, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর প্রতিনিধি হয়ে মূলত আমি মামলাটি করেছি। আমরা জানতে পেরেছি, বিষু দে আমাদের একটি মাতৃসদন হাসপাতালে ল্যাবে কাজ করতেন। 

এই কাজের জন্য তাঁর বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, আসলে গণটিকা নিয়ে বড় একটি কর্মযজ্ঞ চালাচ্ছে চসিক। মানুষ তো সবাই। তাই কিছু ভুল ভ্রান্তি আর ঘাটতি থাকতেই পারে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আমরা প্রশাসনিক ব্যবস্থা নেব। 
 
এ নিয়ে কোনো তদন্ত কমিটি হয়েছে কি–না, আজ সন্ধ্যায় এ ব্যাপারে জানতে চাইলে চসিকের সচিব খালেদ মাহমুদ বলেন, বিষয়টি আমরা দেখছি। এখনো কোনো তদন্ত কমিটি করা হয়নি। কোনো সিদ্ধান্তও এখনো নিইনি। তবে জড়িত যেই থাকুক আমরা ব্যবস্থা নিব। 

এর আগে সকালে জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি আজকের পত্রিকাকে বলেছিলেন, চসিকের নিজেদের কেউই এ ঘটনায় জড়িত থাকতে পারে। 

গত শনিবার এমডি হাসান নামে এক যুবক ফেসবুকে বাসায় বসে টিকা নেওয়ার ছবি পোস্ট করেন। হাসান তাঁর পোস্টে লেখেন, ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অশেষ ধন্যবাদ প্রিয় বন্ধু মো. মোবারক আলীকে কোভিড ভ্যাকসিন প্রদানে সহায়তা করার জন্য। আলহামদুল্লিহ মর্ডানার ১ম ডোজ সম্পন্ন।’ এরপরই বিষয়টি পুলিশের নজরে পড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত