Ajker Patrika

মন্দিরের টিনের বেড়া কেটে মূর্তিসহ পূজার তৈজসপত্র চুরি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
মন্দিরের টিনের বেড়া কেটে মূর্তিসহ পূজার তৈজসপত্র চুরি

চট্টগ্রামের বোয়ালখালীতে টিনের বেড়া কেটে মূর্তি, দান বাক্সসহ পূজার তৈজসপত্র চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা পিতলের একটি শিব ও কালি মূর্তি নিয়ে গেছে।

গতকাল বুধবার বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দরপপাড়া ধনঞ্জয় মহাজন বাড়ির পারিবারিক মন্দিরে এ চুরির ঘটনা ঘটে। 

স্থানীয় বাসিন্দা অনিক চৌধুরী বাসু জানান, গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে মন্দির তালা বন্ধ করা হয়েছিল। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির লোকজন মন্দিরে গেলে চুরির ঘটনা জানতে পারেন।

অনিক চৌধুরী বাসু বলেন, চোর মন্দিরের বন্ধ দরজার পাশে টিন কেটে প্রবেশ করে। চুরি যাওয়া পিতলের মূর্তি দুইটি উচ্চতায় প্রায় এক ফুট হবে। উৎসবের সময় দানবাক্সে প্রচুর টাকা পড়ে।

স্থানীয়রা জানান, বার্ষিক উৎসবসহ নিত্য পূজা হয় মন্দিরে। চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

তবে এ বিষয়ে জানেন না বলে জানিয়েছেন, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন।

বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজুল জব্বার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত