আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের করা মামলায় নিজেই আসামি হয়ে জামিনের আবেদন করলেন। আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান শুনানি শেষে তাঁর জামিন নামঞ্জুর করেন।
মামলাটির তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দরখাস্তের পরিপ্রেক্ষিতে ৯ জানুয়ারি বাবুলের মামলায় তাঁকেই গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন আদালত। গ্রেপ্তার দেখানোর পর আজ মামলাটিতে জামিন চেয়ে দায়রা আদালতে জামিনের আবেদন জানান।
এর আগে ২ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা (আইও) পিবিআই চট্টগ্রামের পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক নিহতের স্বামী বাবুলের করা মামলায় বাবুলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘বাবুলের করা মামলাটি অধিকতর তদন্তের জন্য গত বছর ৩ নভেম্বর পিবিআইকে নির্দেশ দেন আদালত। আমরা তদন্তে হত্যার সাথে বাবুলের সম্পৃক্ত থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছি।’
এদিকে বাবুলের শ্বশুরের করা মামলাটির তদন্ত একই সংস্থা তদন্ত করছে। দু-এক দিনের মধ্যে মামলাটির তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাবুলের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, বাবুল আক্তার ষড়যন্ত্রের শিকার। মহলবিশেষের ইন্ধনে তাঁকে ফাঁসানো হচ্ছে। তিনি বলেন, ‘মাহমুদা হত্যা মামলায় ৫১ জনেরও বেশি সাক্ষী ১৬১ ধারায় সাক্ষ্য দিয়েছে। সেখানে কেউই বাবুলের নাম বলেননি। বাবুল জঙ্গি, কালোবাজারিসহ দেশদ্রোহীদের আতঙ্ক ছিল। এদের ষড়যন্ত্রে তাঁদের কতিপয় দোসরের মাধ্যমে বাবুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা উচ্চ আদালতে যাব।’
প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন সকাল সোয়া ৭টায় নগরীর জিইসি মোড়ে মিতু খুন হন। তিনি ছেলেকে স্কুল বাসে তুলে দিতে জিইসির মোড় যাচ্ছিলেন। সে সময় মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত মিতুকে ঘিরে ধরে গুলি করে হত্যা করে। এ ঘটনায় বাবুল আক্তার নগরের পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় এ বছর ১২ মে আদালতে পিবি আই চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দেন। একইদিন বাবুল আক্তারের শ্বশুর মোশারফ হোসেন বাদী হয়ে বাবুল আক্তারসহ ৮ জনের বিরুদ্ধে মিতু হত্যার অভিযোগে পাঁচলাইশ থানায় মামলা করেন। এই মামলায় বাবুল ১৭ মে থেকে কারাগারে আছেন।
চট্টগ্রামে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের করা মামলায় নিজেই আসামি হয়ে জামিনের আবেদন করলেন। আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান শুনানি শেষে তাঁর জামিন নামঞ্জুর করেন।
মামলাটির তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দরখাস্তের পরিপ্রেক্ষিতে ৯ জানুয়ারি বাবুলের মামলায় তাঁকেই গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন আদালত। গ্রেপ্তার দেখানোর পর আজ মামলাটিতে জামিন চেয়ে দায়রা আদালতে জামিনের আবেদন জানান।
এর আগে ২ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা (আইও) পিবিআই চট্টগ্রামের পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক নিহতের স্বামী বাবুলের করা মামলায় বাবুলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘বাবুলের করা মামলাটি অধিকতর তদন্তের জন্য গত বছর ৩ নভেম্বর পিবিআইকে নির্দেশ দেন আদালত। আমরা তদন্তে হত্যার সাথে বাবুলের সম্পৃক্ত থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছি।’
এদিকে বাবুলের শ্বশুরের করা মামলাটির তদন্ত একই সংস্থা তদন্ত করছে। দু-এক দিনের মধ্যে মামলাটির তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাবুলের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, বাবুল আক্তার ষড়যন্ত্রের শিকার। মহলবিশেষের ইন্ধনে তাঁকে ফাঁসানো হচ্ছে। তিনি বলেন, ‘মাহমুদা হত্যা মামলায় ৫১ জনেরও বেশি সাক্ষী ১৬১ ধারায় সাক্ষ্য দিয়েছে। সেখানে কেউই বাবুলের নাম বলেননি। বাবুল জঙ্গি, কালোবাজারিসহ দেশদ্রোহীদের আতঙ্ক ছিল। এদের ষড়যন্ত্রে তাঁদের কতিপয় দোসরের মাধ্যমে বাবুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা উচ্চ আদালতে যাব।’
প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন সকাল সোয়া ৭টায় নগরীর জিইসি মোড়ে মিতু খুন হন। তিনি ছেলেকে স্কুল বাসে তুলে দিতে জিইসির মোড় যাচ্ছিলেন। সে সময় মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত মিতুকে ঘিরে ধরে গুলি করে হত্যা করে। এ ঘটনায় বাবুল আক্তার নগরের পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় এ বছর ১২ মে আদালতে পিবি আই চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দেন। একইদিন বাবুল আক্তারের শ্বশুর মোশারফ হোসেন বাদী হয়ে বাবুল আক্তারসহ ৮ জনের বিরুদ্ধে মিতু হত্যার অভিযোগে পাঁচলাইশ থানায় মামলা করেন। এই মামলায় বাবুল ১৭ মে থেকে কারাগারে আছেন।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫