চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় হাত-মুখ বাঁধা অবস্থায় বয়স্ক স্বামী ও স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন বাজারপাড়ায় নিজ বাড়ি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন বাজারপাড়ার বাসিন্দা নজির উদ্দির (৭০) ও তাঁর স্ত্রী ফরিদা খাতুন (৬০)।
স্থানীয়রা জানান, সকালে নজির উদ্দিনের বাড়িতে কোনো সাড়াশব্দ না পেয়ে ডাকাডাকি করেন প্রতিবেশীরা। পরে জানালা দিয়ে তাঁদের মরদেহ দেখতে পান। জমিসংক্রান্ত বিরোধের কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
আলমডাঙ্গা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘শুক্রবার থেকে নিহত দম্পতির মেয়েজামাই অহিদুলসহ পরিবারের সদস্যরা তাঁদের ফোন করে না পেয়ে বাড়িতে এসে তালাবদ্ধ দেখতে পান। জানালা দিয়ে মরদেহ দেখতে পেয়ে তাঁরা আমাদের জানান। পুলিশের উপস্থিতিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা তালা ভেঙে দুজনের মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাঁদের হত্যা করা হয়েছে। গোসলখানায় বৃদ্ধের হাত বাঁধা ও ঘরের মধ্যে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। বৃদ্ধার পাশে পড়ে থাকা ছোট কাঁচি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত করা হয়েছে বলে মনে হচ্ছে। বিস্তারিত জানতে সিআইডিকে খবর দেওয়া হয়েছে।’
চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে পুলিশের একাধিক টিম। তবে হত্যাকাণ্ডের কারণ প্রাথমিকভাবে এখনো জানা যায়নি। তাঁদেরক হত্যা করে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া ছিল। পিবিআই ও সিআইডি টিম ঘটনাস্থলে পৌঁছে রিপোর্ট সংগ্রহ করেছে।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় হাত-মুখ বাঁধা অবস্থায় বয়স্ক স্বামী ও স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন বাজারপাড়ায় নিজ বাড়ি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন বাজারপাড়ার বাসিন্দা নজির উদ্দির (৭০) ও তাঁর স্ত্রী ফরিদা খাতুন (৬০)।
স্থানীয়রা জানান, সকালে নজির উদ্দিনের বাড়িতে কোনো সাড়াশব্দ না পেয়ে ডাকাডাকি করেন প্রতিবেশীরা। পরে জানালা দিয়ে তাঁদের মরদেহ দেখতে পান। জমিসংক্রান্ত বিরোধের কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
আলমডাঙ্গা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘শুক্রবার থেকে নিহত দম্পতির মেয়েজামাই অহিদুলসহ পরিবারের সদস্যরা তাঁদের ফোন করে না পেয়ে বাড়িতে এসে তালাবদ্ধ দেখতে পান। জানালা দিয়ে মরদেহ দেখতে পেয়ে তাঁরা আমাদের জানান। পুলিশের উপস্থিতিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা তালা ভেঙে দুজনের মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাঁদের হত্যা করা হয়েছে। গোসলখানায় বৃদ্ধের হাত বাঁধা ও ঘরের মধ্যে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। বৃদ্ধার পাশে পড়ে থাকা ছোট কাঁচি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত করা হয়েছে বলে মনে হচ্ছে। বিস্তারিত জানতে সিআইডিকে খবর দেওয়া হয়েছে।’
চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে পুলিশের একাধিক টিম। তবে হত্যাকাণ্ডের কারণ প্রাথমিকভাবে এখনো জানা যায়নি। তাঁদেরক হত্যা করে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া ছিল। পিবিআই ও সিআইডি টিম ঘটনাস্থলে পৌঁছে রিপোর্ট সংগ্রহ করেছে।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
১ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪