Ajker Patrika

মতলবে ছুরিকাঘাতে যুবক খুন, ভাগনে গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি
মতলবে ছুরিকাঘাতে যুবক খুন, ভাগনে গ্রেপ্তার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন হয়েছেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির ভাগনেকে আটক করে পুলিশ সোপর্দ করে।

আজ শনিবার দুপুর ১টার দিকে উপজেলার চরমাছুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় মামলা হলে ভাগনেকে গ্রেপ্তার দেখানো হয়। 

নিহত মানিক হোসেন (২৪) একই গ্রামের পূর্বপাড়ার আরশাদ আলীর ছেলে। ভাগনে আরিফ হোসেন (২২) একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, মানিকের সঙ্গে আরিফের মা–বাবার পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই কথা-কাটাকাটি হতো। আজ মানিক মাছ ধরে দুপুর ১টার দিকে বাড়ি ফিরলে আরিফের বাবার সঙ্গে মানিকের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে আরিফ তাঁর মামাকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মানিককে দ্রুত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, এ ঘটনায় মানিক হোসেনের স্ত্রী বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। মামলায় আরিফকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত