Ajker Patrika

সীতাকুণ্ডে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৩: ৫৭
সীতাকুণ্ডে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশীয় তৈরি অস্ত্রসহ মো. নয়ন মনি (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

গতকাল রোববার মধ্যরাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকাসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশের রেলওয়ে কলোনি রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

নয়ন মনি সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের জোরামতল এলাকার মো. গনির ছেলে। পুলিশ জানায় গ্রেপ্তার নয়ন ডাকাত দলের সদস্য। তিনি একাধিক ডাকাতি মামলার আসামি নিজাম ডাকাতের সহযোগী। 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, নয়ন আগ্নেয়াস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে জোরামতল রেলওয়ে কলোনি রাস্তার ওপর অবস্থান করছিল। এ খবরে পুলিশ ঘটনাস্থলে গেলে নয়ন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে তাঁকে আটক করে। পরে শরীর তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। 

ওসি আরও জানান, গ্রেপ্তার ডাকাত নয়ন মনির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আজ সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত