Ajker Patrika

টেকনাফে ১ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ করল বিজিবি 

কক্সবাজার প্রতিনিধি
টেকনাফে ১ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ করল বিজিবি 

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ১ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ করেছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়া নাফ নদীর পাড়ে এ অভিযান চালানো হয়।

২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিয়ানমার থেকে মাদকের একটি চালান বাংলাদেশে ঢোকার খবর পেয়ে অভিযানে যায় বিজিবি। এ সময় সদর ইউনিয়নের নাজিরপাড়া বিওপি’র সদস্যরা গফুরের চিংড়ি প্রজেক্ট এলাকায় কেওড়া বাগানে কৌশলগতভাবে অবস্থান করছিলেন। ভোরে চার ব্যক্তি একটি কাঠের নৌকা করে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখেন বিজিবি সদস্যরা। একপর্যায়ে মাদক কারবারিরা নৌকা থেকে লাফ দিয়ে পাশের কেওড়া বাগানের ভেতর হয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে টহলদল নৌকার পাটাতনের নিচে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা চারটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে এক লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ করে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত