অনলাইন ডেস্ক
থাইল্যান্ডে রাজতন্ত্রের সমালোচনা করে অনলাইনে পোস্ট দেওয়ায় এক ব্যক্তির ২৮ বছরের কারাদণ্ড হয়েছে। মংকোল তিরাকোতে নামের ২৯ বছর বয়সী ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেন দেশটির উত্তরাঞ্চলের একটি আদালত। তিরাকোতে একজন কাপড় ব্যবসায়ী। পাশাপাশি তিনি অনলাইনে লেখালেখি করেন। বৃহস্পতিবার তাঁর আইনজীবীর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
তিরাকোতের আইনজীবী জানান, থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় শহর চিয়াং রাইয়ের আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন তাঁর মক্কেল। আদালত তাঁকে ২৮ বছরের কারাদণ্ড দিয়েছেন।
তিনি আরও জানান, যেসব অপরাধে তিরাকোতে দোষী সাব্যস্ত হয়েছেন, তাতে তাঁর ৪২ বছরের কারাদণ্ড হওয়ার কথা। তবে সাক্ষ্যগ্রহণের পর ২৮ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন তাঁর মক্কেল। আদালত ৩ লাখ বাথের (থাই মুদ্রা) বিনিময়ে তিরাকোতের জামিন মঞ্জুর করেছেন বলেও জানান তিনি।
থাইল্যান্ডে রাজতন্ত্রের সমালোচনা করা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। দেশটিতে রাজতন্ত্র ও রাজপরিবারের সমালোচনা ও বিরোধিতা প্রমাণিত হলে ১৫ বছরের বেশি কারাদণ্ডের বিধান রয়েছে।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ গবেষক সুনাই ফাসুক বলেন, তিরাকোতের বিরুদ্ধে দেওয়া আদালতের রায় থাইল্যান্ডের ইতিহাসে রাজতন্ত্রের বিরোধিতা করার দায়ে দ্বিতীয় সর্বোচ্চ মেয়াদে কারাদণ্ড দেওয়ার ঘটনা। এর আগে ২০২১ সালে রাজতন্ত্রের সমালোচনা করার অপরাধে এক নারীকে ৪৩ বছরের কারাদণ্ড দেয় দেশটির একটি আদালত।
থাইল্যান্ডে রাজতন্ত্রের সমালোচনা করায় গত কয়েক বছরে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত রাজতন্ত্রের বিরুদ্ধে ও গণতন্ত্রের দাবিতে বড় ধরনের বিক্ষোভ হয় দেশটিতে। হিউম্যান রাইটস ওয়াচের আইনজীবীদের তথ্যমতে, ২০২০ সালের নভেম্বরের পর থেকে গণতন্ত্রপন্থী কর্মীদের বিরুদ্ধে দুই শতাধিক অভিযোগ দায়ের করা হয়।
থাইল্যান্ডে রাজতন্ত্রের সমালোচনা করে অনলাইনে পোস্ট দেওয়ায় এক ব্যক্তির ২৮ বছরের কারাদণ্ড হয়েছে। মংকোল তিরাকোতে নামের ২৯ বছর বয়সী ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেন দেশটির উত্তরাঞ্চলের একটি আদালত। তিরাকোতে একজন কাপড় ব্যবসায়ী। পাশাপাশি তিনি অনলাইনে লেখালেখি করেন। বৃহস্পতিবার তাঁর আইনজীবীর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
তিরাকোতের আইনজীবী জানান, থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় শহর চিয়াং রাইয়ের আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন তাঁর মক্কেল। আদালত তাঁকে ২৮ বছরের কারাদণ্ড দিয়েছেন।
তিনি আরও জানান, যেসব অপরাধে তিরাকোতে দোষী সাব্যস্ত হয়েছেন, তাতে তাঁর ৪২ বছরের কারাদণ্ড হওয়ার কথা। তবে সাক্ষ্যগ্রহণের পর ২৮ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন তাঁর মক্কেল। আদালত ৩ লাখ বাথের (থাই মুদ্রা) বিনিময়ে তিরাকোতের জামিন মঞ্জুর করেছেন বলেও জানান তিনি।
থাইল্যান্ডে রাজতন্ত্রের সমালোচনা করা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। দেশটিতে রাজতন্ত্র ও রাজপরিবারের সমালোচনা ও বিরোধিতা প্রমাণিত হলে ১৫ বছরের বেশি কারাদণ্ডের বিধান রয়েছে।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ গবেষক সুনাই ফাসুক বলেন, তিরাকোতের বিরুদ্ধে দেওয়া আদালতের রায় থাইল্যান্ডের ইতিহাসে রাজতন্ত্রের বিরোধিতা করার দায়ে দ্বিতীয় সর্বোচ্চ মেয়াদে কারাদণ্ড দেওয়ার ঘটনা। এর আগে ২০২১ সালে রাজতন্ত্রের সমালোচনা করার অপরাধে এক নারীকে ৪৩ বছরের কারাদণ্ড দেয় দেশটির একটি আদালত।
থাইল্যান্ডে রাজতন্ত্রের সমালোচনা করায় গত কয়েক বছরে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত রাজতন্ত্রের বিরুদ্ধে ও গণতন্ত্রের দাবিতে বড় ধরনের বিক্ষোভ হয় দেশটিতে। হিউম্যান রাইটস ওয়াচের আইনজীবীদের তথ্যমতে, ২০২০ সালের নভেম্বরের পর থেকে গণতন্ত্রপন্থী কর্মীদের বিরুদ্ধে দুই শতাধিক অভিযোগ দায়ের করা হয়।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪