Ajker Patrika

চাঁদার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে অস্থির মুরগির বাজার

সাইফুল মাসুম, ঢাকা
চাঁদার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে অস্থির মুরগির বাজার

চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে রাজধানীর কাপ্তান বাজারে কয়েক দিন ধরে বন্ধ আছে মুরগির পাইকারি ব্যবসা। এতে রাজধানীতে মুরগির বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। চাহিদা অনুযায়ী মুরগি সরবরাহ করতে না পারায় ক্ষতির মুখে পড়ছেন মুরগির পাইকারি ব্যবসায়ীরা। রাজধানীর কাঁচাবাজারগুলোতে মুরগির দাম বেড়েছে কেজিপ্রতি ১৫-২০ টাকা।

জানা যায়, ট্রাকে করে দেশের বিভিন্ন জেলা থেকে প্রথমে মুরগি আসে ঢাকার কাপ্তান বাজারে। সেখান থেকে পাইকারদের মাধ্যমে নগরীর বিভিন্ন কাঁচাবাজারে সরবরাহ করা হয়। পাইকারি বাজারে ব্যবসা চলে রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত। ওই সময় ২৫০-৩০০ মুরগিবাহী ট্রাক কাপ্তান বাজারে ঢোকে। ট্রাকপ্রতি চাঁদা আদায় করা হয় ২,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত। ২৫০ ট্রাকে গড়ে ৩,০০০ টাকা করে চাঁদা নেওয়া হলেও দিনে ওঠে কমপক্ষে সাড়ে ৭ লাখ টাকা। এই চাঁদা আদায় নিয়েই জটিলতা তৈরি হয়েছে।

কয়েকজন মুরগি ব্যবসায়ী ও ট্রাকচালকের সঙ্গে কথা বলে জানা যায়, এত দিন কাপ্তান বাজারে মুরগির পাইকারি বাজার নিয়ন্ত্রণ করতেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফী। তাঁর লোকজন চাঁদা আদায় করত। সম্প্রতি সিটি টোলের ইজারাদারের প্রতিনিধি পরিচয়ে নিয়াজ মোর্শেদ জুম্মনের লোকজন চাঁদা তুলতে গেলে বিপত্তি বাধে।

কাউন্সিলরের লোকজনের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। সে কারণে কয়েক দিন ধরে কাপ্তান বাজারে মুরগির ট্রাক আসা বন্ধ আছে। কয়েক দিন কাপ্তান বাজারে মুরগি বিক্রি করতে না পেরে পাইকারি ব্যবসায়ীরা ঢাকা মেডিকেল, চানখাঁরপুল,  যাত্রাবাড়ী এলাকায় বিক্রি করেন। আর মুরগিবাহী অনেক যানবাহন ফেরত যায়। যশোর থেকে গত বৃহস্পতিবার ব্যবসায়ীদের ব্রয়লার মুরগি এনেছিলেন ট্রাকচালক সফিকুল ইসলাম।

কিন্তু কাউন্সিলরের লোকজন ট্রাকটি কাপ্তান বাজারে ঢুকতে দেয়নি। ফলে চানখাঁরপুলে গিয়ে ওই ব্যবসায়ীরা কম দামে মুরগি বিক্রি করেছেন। এরপর থেকে ওই ট্রাকে মুরগি আনা বন্ধ আছে। সফিকুল ইসলাম বলেন, ‘যেখান থেকেই মুরগি আনি, কাপ্তান বাজারে কেজিপ্রতি দুই টাকা চাঁদা দিতে হয়। এক ট্রাকে মুরগি থাকে আড়াই হাজার থেকে তিন হাজার কেজি।’

গতকাল রোববার দুপুরে স্থানীয় কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফীর সঙ্গে কথা হয় কাপ্তান বাজারে তাঁর কার্যালয়ে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সিটি টোল আদায়ের জন্য ইজারা দেয় সিটি করপোরেশনের পরিবহন বিভাগ। নির্ধারিত টোলের চেয়ে বেশি টোল আদায় করা হচ্ছে। যদি সিটি করপোরেশন কাপ্তান বাজারের ইজারা দিয়ে থাকে, তাহলে কাউন্সিলরকে অবহিত করা উচিত।

সেটা আমাকে করা হয়নি। এখন বাজার নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে, আরও বেশি অর্থ আদায়ের ষড়যন্ত্র চলছে।’ জুম্মনকে বিএনপির লোক দাবি করে কাউন্সিলর বলেন, ‘জাতীয় নির্বাচন সামনে রেখে বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে।’

গতকাল কাপ্তান বাজার এবং আরও দুটি কাঁচাবাজার ঘুরে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০-২০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। ব্যবসায়ীরা জানান, এক সপ্তাহ আগে এই মুরগি ১৭০-১৮০ টাকায় বিক্রি হতো। গতকাল প্রতি কেজি সোনালিকা ৩২০-৩৩০ টাকা দরে বিক্রি হয়। আগে দাম ছিল ৩০০-৩১০ টাকা।

জানা যায়, ডিএসসিসির পরিবহন বিভাগ থেকে সিটি টোলের ইজারা দেওয়া হয়েছে ৭-এলেভেন এন্টারপ্রাইজকে। এই প্রতিষ্ঠানের প্রতিনিধি জুম্মন। তাঁর লোকজন ঢাকায় আসা বিভিন্ন যানবাহন থেকে টোল আদায় করে। তবে কাপ্তান বাজারে মুরগিবাহী যানবাহন থেকেও চাঁদা তোলা হয়। এ প্রসঙ্গে জুম্মন আজকের পত্রিকাকে বলেন, ‘এত দিন কাউন্সিলর মুরগির বাজার থেকে দিনে আট লাখ টাকার বেশি চাঁদা ওঠাত। আমি ইজারার নিয়ম অনুসারে টাকা তুলতে গেলেই সমস্যা। এখন কাউন্সিলর আমার কাছে চাঁদার ৪০ শতাংশ ভাগ দাবি করেছে।’ জুম্মন আরও বলেন, ‘বাজার উন্মুক্ত করে দিক, চাঁদা কাউকে দিতে হবে না। পাল্টাপাল্টি ধাওয়ার দরকার নেই। আমিও আওয়ামী লীগের কর্মী। এখন আমাকে ঘায়েল করার জন্য ২০০৭ সালের রাজনৈতিক পরিচয় সামনে আনা হচ্ছে।’

কাপ্তান বাজারে দুই পক্ষের দ্বন্দ্বের বিষয়টি জানেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস। ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘সিটি টোলের সঙ্গে মুরগির বাজারে চাঁদা তোলার সম্পর্ক নেই। মেয়র স্যার আমাকে নির্দেশনা দিয়েছেন কাপ্তান বাজারের ইজারা প্রক্রিয়া শুরু করার জন্য। আমরা মূল্য নির্ধারণ করে শিগগির ইজারা প্রক্রিয়া শুরু করব। এতে দেড় মাস লাগতে পারে।’ তবে ৭-এলেভেন এন্টারপ্রাইজ সিটি টোলের ইজারাদার হলেও কাপ্তান বাজারের ইজারাদার কে, সে বিষয়ে স্পষ্ট তথ্য দিতে পারেননি ডিএসসিসির কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি আমলের শিক্ষা প্রতিমন্ত্রী মিলনকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল ইমিগ্রেশন পুলিশ

মনগড়া সংস্কার প্রস্তাব জাতির জীবনে দীর্ঘ মেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে, বিএনপির হুঁশিয়ারি

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যশোরের বিএনপি নেতা নিহত

‘বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ কর্মীরা নিরাপদে থাকবে’

সোনার দাম আরও কমে দুই লাখের ঘরে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ