Ajker Patrika

ধর্ষণচেষ্টার অভিযোগে এসআই গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৪: ৩৬
ধর্ষণচেষ্টার অভিযোগে এসআই গ্রেপ্তার

নগর ডিবির সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলমকে খুলনায় আবাসিক হোটেল থেকে নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন জানান, বাগেরহাটের মোংলা থেকে ভুক্তভোগী নারী তার মেয়েকে ডাক্তার দেখানোর জন্য খুলনায় আসেন। রাতে থাকার জন্য নগরীর সুন্দরবন হোটেলের ১৩ নম্বর কক্ষ ভাড়া করেন তিনি।

মঙ্গলবার দিবাগত রাত ২টার পর ডিবির সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম ওই কক্ষে ঢুকে নারী ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশে দেয়। পরে ভুক্তভোগীর দায়ের করা মামলায় জাহাঙ্গীরকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। ভুক্তভোগী নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

জানা গেছে, অসুস্থ মেয়ের সামনে তার মাকে ধর্ষণের করেছেন এ এসআই। একটি সূত্রে জানা গেছে, ঘটনার সময় এসআই জাহাঙ্গীর মাদকাসক্ত ছিলেন এবং তিনি একাই এ কাজে জড়িত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

মেয়ের কফিনে বাবার চুমু

মেয়েকে আনতে স্কুলে গিয়ে লাশ হয়ে ফিরলেন গাংনীর রজনী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত