Ajker Patrika

ছাত্রদলের সাবেক সভাপতি–সহসভাপতির ওপর ছাত্রলীগের হামলা, ঢামেকে ভর্তি

ঢামেক প্রতিবেদক
Thumbnail image

রাজধানীর শাহবাগে শিল্পকলা একাডেমি গেটের উল্টো পাশের ফুটপাতে ছাত্রলীগ–যুবলীগের হামলায় আহত হয়েছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ ও সাবেক সহসভাপতি মিয়া মোহাম্মদ ঝলক। 

মঙ্গলবার (২১ মে) রাত সোয়া ৯টার দিকে ঘটনাটি ঘটে। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের কেউ মুখ খুলছেন না। 

মিয়া মোহাম্মদ ঝলক জানান, রাতে তাঁরা দুজন (শ্রাবণ) শিল্পকলা একাডেমির উল্টো পাশের ফুটপাতে চা পান করছিলেন। এ সময় ১৫ থেকে ২০ জন সেখানে এসে শ্রাবণের সঙ্গে কথা বলতে থাকে। একপর্যায়ে শ্রাবণকে মারধর শুরু করে। এগিয়ে এলে ঝলকেও লোহার পাইপ, হাতুড়ি, চাপাতি দিয়ে মারধর শুরু করে। পরে শাহবাগ থানা–পুলিশ তাঁদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায়। 

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইমন মোহাম্মদ ইশতিয়াক জানান, রাতে শিল্পকলা একাডেমির গেটের বিপরীত পাশে মারামারির ঘটনা ঘটে। সেখান থেকে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। শ্রাবণের সারা শরীরে মারধরের জখম রয়েছে। ঝলকের মাথাসহ শরীরে কিছু স্থানে জখম রয়েছে। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে। 

তবে কী নিয়ে মারামারির ঘটনা ঘটেছে তা জানাতে পারেননি এসআই ইমন। 

এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি গণমাধ্যমকে বলেন, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। দায়ীদের গ্রেপ্তারের জোর দাবি জানান রিজভী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত