Ajker Patrika

মেয়ের প্রেমের বলি বাবা

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
মেয়ের প্রেমের বলি বাবা

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মেয়ের প্রেমের বলি হলেন জাহাঙ্গীর হোসেন (৫০) নামের এক ব্যক্তি। তাঁকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

গত রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে উপজেলার নারকিলা গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নারকিলা গ্রামের মোতলিব মিয়ার ছেলের সঙ্গে জাহাঙ্গীর হোসেনের মেয়ের প্রেমের সম্পর্ক ছিল।

সম্প্রতি মোতলিব মিয়ার ছেলে মুতাব্বির হোসেনের অন্যত্র বিয়ে ঠিক হয়। খবর পেয়ে জাহাঙ্গীর হোসেনের মেয়ে বিয়ের দাবিতে মোতলিব মিয়ার বাড়িতে যান। জাহাঙ্গীরও সেখানে গিয়ে ছেলের পরিবারকে বিয়ের জন্য চাপ দেন। সেখানে মোতলিবের পরিবারের সদস্যদের সঙ্গে জাহাঙ্গীরের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মোতলিবের পরিবারের সদস্যরা জাহাঙ্গীর হোসেনকে মারধর করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

তবে মোতলিব হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি বাড়িতে ছিলাম না। ঘটনার কোনো কিছুই জানি না। জাহাঙ্গীরের মৃত্যুর বিষয়ে তাঁর পরিবারই ভালো জানবে।’

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ছেলের বিয়ে অন্য জায়গায় ঠিক হলে মেয়ে চলে যায় ছেলের বাড়িতে।

এরই জের ধরে ছেলের পরিবার জাহাঙ্গীর হোসেনকে ধাক্কা দেয়। বিষয়টিকে প্রাথমিকভাবে ধারণাকরা হচ্ছে খুন। তবে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে ঘটনায় গতকাল সোমবারর সন্ধ্যা ছয়টায় থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত