Ajker Patrika

মোবাইল চুরির অভিযোগে হত্যাকাণ্ডে ৫ কিশোর গ্রেপ্তার

প্রতিনিধি
আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ১৬: ৩৮
মোবাইল চুরির অভিযোগে হত্যাকাণ্ডে ৫ কিশোর গ্রেপ্তার

চট্টগ্রাম: মোহাম্মদপুর এলাকায় মোবাইল চুরিকে কেন্দ্র করে কিশোরকে হত্যার মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, পুলিশ গতকাল সোমবার রাতেই অভিযান চালিয়ে মূল আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে।

দুই কিশোর গ্যাংয়ের বিরোধের জেরে মোবাইল চুরির অভিযোগে রফিকুল ইসলাম (১৪) নামে এক কিশোর খুন হয়। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুর সুলতান কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

রফিকুল নগরীর মোহাম্মদপুর এলাকার সুলতান কলোনিতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর এলাকায়।

এডিসি আবু বক্কর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, এলাকাটিতে দুটি কিশোর গ্যাংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এরা মূলত কারখানার শ্রমিক ও বখাটে। ঘটনার দিন ছুরিকাঘাতকারী ইয়াছিনের একটি অ্যান্ড্রয়েড ফোন ইমন নামে একজন চুরি করেছিল। এজন্য ইয়াছিন দলবল নিয়ে মোহাম্মদপুর এলাকায় ইমনকে মারতে যায়। কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ায় রফিক। এসময় তাকে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থল থেকে রফিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত