Ajker Patrika

উদ্বোধনের ফিতা কাটতেই ভেঙে পড়ল ব্রিজ!

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৯: ৫৩
উদ্বোধনের ফিতা কাটতেই ভেঙে পড়ল ব্রিজ!

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) উদ্বোধনের ফিতা কাটতেই হুড়মুড় করে ভেঙে পড়ল ব্রিজ! এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, বেশ কয়েকজন মিলে ব্রিজটি উদ্বোধন করছেন। এক নারী উদ্বোধক ব্রিজ উদ্বোধনের লাল ফিতা কাটতেই ব্রিজটি ভেঙে পড়ে। ব্রিজটি ভেঙে পড়লেও এ ঘটনায় কেউ আহত হননি। কেননা, ব্রিজ ভেঙে পড়লেও উদ্বোধকেরা ঝুলে ছিলেন। তাঁরা মাটিতে পড়ে যাননি। তাঁদের সাহায্যে নিরাপত্তাকর্মীরা ছুটে আসেন।

স্থানীয় খামা প্রেস নিউজ এজেন্সির বরাত দিয়ে আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি গত সপ্তাহে ঘটেছে। এ ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ হাস্যরস করছে। তারা নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলছে। ছোট এই ব্রিজটি বর্ষা মৌসুমে স্থানীয়দের নদী পারাপারের জন্য নির্মাণ করা হয়। এর আগে সেখানে অস্থায়ী ব্রিজ ছিল। সেটিও বারবার ভেঙে পড়ত। এরপরই নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

টুইটারে এক ব্যক্তি মজা করে লিখেছেন, উদ্বোধনের ওই ফিতাটিই যেন ব্রিজকে ধরে রেখেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত