অনলাইন ডেস্ক
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) উদ্বোধনের ফিতা কাটতেই হুড়মুড় করে ভেঙে পড়ল ব্রিজ! এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, বেশ কয়েকজন মিলে ব্রিজটি উদ্বোধন করছেন। এক নারী উদ্বোধক ব্রিজ উদ্বোধনের লাল ফিতা কাটতেই ব্রিজটি ভেঙে পড়ে। ব্রিজটি ভেঙে পড়লেও এ ঘটনায় কেউ আহত হননি। কেননা, ব্রিজ ভেঙে পড়লেও উদ্বোধকেরা ঝুলে ছিলেন। তাঁরা মাটিতে পড়ে যাননি। তাঁদের সাহায্যে নিরাপত্তাকর্মীরা ছুটে আসেন।
স্থানীয় খামা প্রেস নিউজ এজেন্সির বরাত দিয়ে আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি গত সপ্তাহে ঘটেছে। এ ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ হাস্যরস করছে। তারা নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলছে। ছোট এই ব্রিজটি বর্ষা মৌসুমে স্থানীয়দের নদী পারাপারের জন্য নির্মাণ করা হয়। এর আগে সেখানে অস্থায়ী ব্রিজ ছিল। সেটিও বারবার ভেঙে পড়ত। এরপরই নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
টুইটারে এক ব্যক্তি মজা করে লিখেছেন, উদ্বোধনের ওই ফিতাটিই যেন ব্রিজকে ধরে রেখেছিল।
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) উদ্বোধনের ফিতা কাটতেই হুড়মুড় করে ভেঙে পড়ল ব্রিজ! এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, বেশ কয়েকজন মিলে ব্রিজটি উদ্বোধন করছেন। এক নারী উদ্বোধক ব্রিজ উদ্বোধনের লাল ফিতা কাটতেই ব্রিজটি ভেঙে পড়ে। ব্রিজটি ভেঙে পড়লেও এ ঘটনায় কেউ আহত হননি। কেননা, ব্রিজ ভেঙে পড়লেও উদ্বোধকেরা ঝুলে ছিলেন। তাঁরা মাটিতে পড়ে যাননি। তাঁদের সাহায্যে নিরাপত্তাকর্মীরা ছুটে আসেন।
স্থানীয় খামা প্রেস নিউজ এজেন্সির বরাত দিয়ে আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি গত সপ্তাহে ঘটেছে। এ ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ হাস্যরস করছে। তারা নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলছে। ছোট এই ব্রিজটি বর্ষা মৌসুমে স্থানীয়দের নদী পারাপারের জন্য নির্মাণ করা হয়। এর আগে সেখানে অস্থায়ী ব্রিজ ছিল। সেটিও বারবার ভেঙে পড়ত। এরপরই নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
টুইটারে এক ব্যক্তি মজা করে লিখেছেন, উদ্বোধনের ওই ফিতাটিই যেন ব্রিজকে ধরে রেখেছিল।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
২ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১১ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
২৪ দিন আগেগণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫