Ajker Patrika

অতিরিক্ত ফি আদায়, বিপাকে শিক্ষার্থীরা

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১৩: ৩৮
অতিরিক্ত ফি আদায়, বিপাকে শিক্ষার্থীরা

কুড়িগ্রামের চিলমারীতে থানাহাট এ ইউ পাইলট উচ্চবিদ্যালয়ে বার্ষিক পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত রোববার শিক্ষার্থী ও অভিভাবকেরা বিদ্যালয়ে প্রতিবাদে বিক্ষোভ করলে গতকাল সোমবার পর্যন্ত ফি আদায় স্থগিত করে কর্তৃপক্ষ।

জানা গেছে, থানাহাট এ ইউ পাইলট উচ্চবিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা গতকাল শুরু হয়। এতে বেশি টাকা নির্ধারণ করায় অনেক শিক্ষার্থী ফি জমা দিতে পারেনি। বিদ্যালয় কর্তৃপক্ষ সোনালী ব্যাংকের চিলমারী শাখার মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায়ে নোটিশ দেয়। এতে কৌশলে বিগত বছরের চেয়ে কয়েক গুণ বেশি সেশন ফি, বেতন ও পরীক্ষার ফি আদায় করা হচ্ছে। এর মধ্যে সব শ্রেণির শিক্ষার্থীর জন্য সেশন ফি নির্ধারণ ধরা হয় ৮০০ টাকা। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পরীক্ষার ফি ৩০০, অষ্টম ও নবম শ্রেণির ৪০০ টাকা। বেতন সব শ্রেণির ৬০ টাকা করে নির্ধারণ করা হয়।

এদিকে অতিরিক্ত ফি নির্ধারণ করায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকেরা গত রোববার বেলা দুইটা পর্যন্ত বিদ্যালয়ে বিক্ষোভ করেন। তবে ফি আদায় স্থগিত করে পূর্বনির্ধারিত পরীক্ষা গতকাল নেওয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. শেফাউন্নাহার জানান, ফি নির্ধারণের বিষয়টি বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানেন না। এর আগের সভাপতির সিদ্ধান্ত অনুযায়ী তিনি নিয়েছেন। ফি প্রদানের বিষয়টি পুনর্নির্ধারণ করা হবে।

অভিভাবক রহিম বলেন, ‘কলেজের পাবলিক পরীক্ষা স্কুলে নেওয়ার কারণে নভেম্বর মাসে পাঠদান বন্ধ থাকে। এ ছাড়া নানা অজুহাতে বিভিন্ন সময় ক্লাস নেওয়া হয় না। অথচ ফরম পূরণ ও পরীক্ষার সময় অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত