চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারীতে থানাহাট এ ইউ পাইলট উচ্চবিদ্যালয়ে বার্ষিক পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত রোববার শিক্ষার্থী ও অভিভাবকেরা বিদ্যালয়ে প্রতিবাদে বিক্ষোভ করলে গতকাল সোমবার পর্যন্ত ফি আদায় স্থগিত করে কর্তৃপক্ষ।
জানা গেছে, থানাহাট এ ইউ পাইলট উচ্চবিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা গতকাল শুরু হয়। এতে বেশি টাকা নির্ধারণ করায় অনেক শিক্ষার্থী ফি জমা দিতে পারেনি। বিদ্যালয় কর্তৃপক্ষ সোনালী ব্যাংকের চিলমারী শাখার মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায়ে নোটিশ দেয়। এতে কৌশলে বিগত বছরের চেয়ে কয়েক গুণ বেশি সেশন ফি, বেতন ও পরীক্ষার ফি আদায় করা হচ্ছে। এর মধ্যে সব শ্রেণির শিক্ষার্থীর জন্য সেশন ফি নির্ধারণ ধরা হয় ৮০০ টাকা। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পরীক্ষার ফি ৩০০, অষ্টম ও নবম শ্রেণির ৪০০ টাকা। বেতন সব শ্রেণির ৬০ টাকা করে নির্ধারণ করা হয়।
এদিকে অতিরিক্ত ফি নির্ধারণ করায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকেরা গত রোববার বেলা দুইটা পর্যন্ত বিদ্যালয়ে বিক্ষোভ করেন। তবে ফি আদায় স্থগিত করে পূর্বনির্ধারিত পরীক্ষা গতকাল নেওয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. শেফাউন্নাহার জানান, ফি নির্ধারণের বিষয়টি বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানেন না। এর আগের সভাপতির সিদ্ধান্ত অনুযায়ী তিনি নিয়েছেন। ফি প্রদানের বিষয়টি পুনর্নির্ধারণ করা হবে।
অভিভাবক রহিম বলেন, ‘কলেজের পাবলিক পরীক্ষা স্কুলে নেওয়ার কারণে নভেম্বর মাসে পাঠদান বন্ধ থাকে। এ ছাড়া নানা অজুহাতে বিভিন্ন সময় ক্লাস নেওয়া হয় না। অথচ ফরম পূরণ ও পরীক্ষার সময় অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে।’
কুড়িগ্রামের চিলমারীতে থানাহাট এ ইউ পাইলট উচ্চবিদ্যালয়ে বার্ষিক পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত রোববার শিক্ষার্থী ও অভিভাবকেরা বিদ্যালয়ে প্রতিবাদে বিক্ষোভ করলে গতকাল সোমবার পর্যন্ত ফি আদায় স্থগিত করে কর্তৃপক্ষ।
জানা গেছে, থানাহাট এ ইউ পাইলট উচ্চবিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা গতকাল শুরু হয়। এতে বেশি টাকা নির্ধারণ করায় অনেক শিক্ষার্থী ফি জমা দিতে পারেনি। বিদ্যালয় কর্তৃপক্ষ সোনালী ব্যাংকের চিলমারী শাখার মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায়ে নোটিশ দেয়। এতে কৌশলে বিগত বছরের চেয়ে কয়েক গুণ বেশি সেশন ফি, বেতন ও পরীক্ষার ফি আদায় করা হচ্ছে। এর মধ্যে সব শ্রেণির শিক্ষার্থীর জন্য সেশন ফি নির্ধারণ ধরা হয় ৮০০ টাকা। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পরীক্ষার ফি ৩০০, অষ্টম ও নবম শ্রেণির ৪০০ টাকা। বেতন সব শ্রেণির ৬০ টাকা করে নির্ধারণ করা হয়।
এদিকে অতিরিক্ত ফি নির্ধারণ করায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকেরা গত রোববার বেলা দুইটা পর্যন্ত বিদ্যালয়ে বিক্ষোভ করেন। তবে ফি আদায় স্থগিত করে পূর্বনির্ধারিত পরীক্ষা গতকাল নেওয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. শেফাউন্নাহার জানান, ফি নির্ধারণের বিষয়টি বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানেন না। এর আগের সভাপতির সিদ্ধান্ত অনুযায়ী তিনি নিয়েছেন। ফি প্রদানের বিষয়টি পুনর্নির্ধারণ করা হবে।
অভিভাবক রহিম বলেন, ‘কলেজের পাবলিক পরীক্ষা স্কুলে নেওয়ার কারণে নভেম্বর মাসে পাঠদান বন্ধ থাকে। এ ছাড়া নানা অজুহাতে বিভিন্ন সময় ক্লাস নেওয়া হয় না। অথচ ফরম পূরণ ও পরীক্ষার সময় অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে।’
দেশে বসেই আন্তর্জাতিক পর্নো সাইটে সক্রিয় ছিলেন তাঁরা। ভিডিও বানিয়ে আপলোড করতেন বিভিন্ন ওয়েবসাইটে। শুধু নিজেরাই নন, এই দম্পতি অন্যদেরও এ কাজে যুক্ত করতেন বলে অভিযোগ। অবশেষে সেই আলোচিত যুগলকে বান্দরবানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
২ ঘণ্টা আগেজনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করার আদেশ দিয়েছেন আদালত। ঘটনার ২৯ বছর পর আজ সোমবার (২০ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন।
৬ ঘণ্টা আগেবৈবাহিক জীবনে টানাপোড়েন, তাতে যুক্ত হয় সন্দেহ। সেই সন্দেহই কাল হয়ে দাঁড়ায় তাসলিমা আক্তারের জীবনে। রাজধানীর কলাবাগানে স্বামীর দায়ের কোপে হয়েছেন খুন। হত্যার পর স্ত্রীর লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন নজরুল ইসলাম।
৫ দিন আগেদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে ২০ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। আজ সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রায়ের দিন নির্ধারণ করেন।
৭ দিন আগে