Ajker Patrika

আমি ব্যবসায়ী এটাই কি আমার অপরাধ: সংসদে বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ২০: ১৪
আমি ব্যবসায়ী এটাই কি আমার অপরাধ: সংসদে বাণিজ্যমন্ত্রী

বিরোধী দলের সাংসদেরা তাঁকে ব্যবসায়ী বলেই বেশি সম্বোধন করেন বলে অভিযোগ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ‘আমি ব্যবসায়ী বলে আমার অপরাধ।’

আজ মঙ্গলবার জাতীয় সংসদে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বাণিজ্য সংগঠন বিল-২০২২ উত্থাপন করলে বিলের ওপর জনমত যাচাইয়ের আলোচনায় বক্তব্য দেওয়ার সময় এই কথা বলেন তিনি।

এর আগে জনমত যাচাইয়ের আলোচনায় অংশ নিয়ে গণফোরামের সাংসদ মোকাব্বির খান বলেন, ‘বাণিজ্যমন্ত্রী দেশের শীর্ষস্থানীয় সফল ব্যবসায়ী। মন্ত্রী হিসেবে তিনি কতটুকু সফল সেটা বলতে না পারলেও, বাজারে গেলে সাধারণ মানুষের কাছ থেকে সেটি ভালোভাবে জানা যাবে।’

মোকাব্বির খান বলেন, ‘বর্তমান সরকার দাবি করে তারা ব্যবসাবান্ধব। যে সরকারের বাণিজ্যমন্ত্রী একজন ব্যবসায়ী, সেই সরকার জনবান্ধব নয়, ব্যবসাবান্ধব হওয়াই স্বাভাবিক।’

পরে এই কথার জবাব দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘আমি বরাবরই লক্ষ করি একটা ব্যাপার কোনো কোনো সদস্য আমার মন্ত্রণালয়ের কোনো কথা বলতে গেলে প্রথমেই বলেন যে বাণিজ্যমন্ত্রী নিজে ব্যবসায়ী সেহেতু সেই দিকটাকেই বেশি করে দেখানো হয়।’

টিপু মুনশি বলেন, ‘দুর্ভাগ্য আমার, আমি কেন যে ব্যবসায়ী হলাম। আমাকে বারবার এ কথাটাই শুনতে হয়। এ দুঃখ যাবে না, তার কারণ সেই ’৬৯ সাল থেকে শুরু করেছি ছাত্ররাজনীতি। ’৬৬ সালে ঢুকেছি, মুক্তিযুদ্ধ করেছি বাবাসহ একসঙ্গে। খুব বেশি লোক পাবেন না। আজকে যেখানে দাঁড়িয়ে এই বক্তৃতা দিচ্ছি ’৭৩ সালে এই এলাকার ছাত্রলীগের প্রেসিডেন্ট আমি। দুর্ভাগ্য তা-ও ব্যবসায়ী।’ 

‘কিন্তু দুর্ভাগ্য আমার, উকিল যখন পার্লামেন্ট মেম্বার হয়, ডাক্তার যখন হয় তাকে কেউ বলে না যে উকিল কেন আসছে? কিন্তু আমি ব্যবসায়ী বলে আমার অপরাধ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত