Ajker Patrika

উদ্বেগজনকভাবে বাড়ছে দলবদ্ধ ধর্ষণ: মহিলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ২১: ১১
উদ্বেগজনকভাবে বাড়ছে দলবদ্ধ ধর্ষণ: মহিলা পরিষদ

সম্প্রতি দলবদ্ধ ধর্ষণের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। রাজশাহী ও ব্রাহ্মণবাড়িয়ায় দুটি ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আজ সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কথা জানায় সংগঠনটি। 

সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সম্প্রতি নারী ও কন্যার প্রতি দলবদ্ধ ধর্ষণের ঘটনাসমূহ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। গণপরিবহণ, রাস্তাঘাটসহ সর্বত্র নারী ও শিশু নিরাপত্তা হুমকির সম্মুখীন, যা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আজ প্রশ্নবিদ্ধ করছে। সংঘটিত এসব ঘটনা নারীর স্বাভাবিক জীবনযাপন, গণপরিসরে স্বাধীন চলাচল, নিরাপত্তা পরিস্থিতিকে নাজুক করে তুলেছে। বাংলাদেশ মহিলা পরিষদ এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে যথাযথ দায়িত্ব পালনের দাবি জানাচ্ছে। 

সম্প্রতি রাজশাহী জেলার বাগমারা উপজেলার বাহমিন গ্রামে জেলা পরিষদ নির্বাচনের প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে নারী সদস্য প্রার্থীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। ওই নারী জানান, জেলা পরিষদ নির্বাচন সামনে রেখে তিনি বাগমারা উপজেলায় বাড়ি বাড়ি ভোট চাইতে গিয়েছিলেন। ভোট প্রচারণা শেষ হতে হতে রাত হয়ে যায়। প্রচারণার শেষে বাড়ি ফেরার পথে পাঁচ ব্যক্তি তাঁর পথরোধ করে এবং অস্ত্র মুখে নিয়ে তাঁকে দলবদ্ধ ধর্ষণ করে। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। 

অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিয়াল্লিশ্বর এলাকায় এক গণপরিবহণে নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। ওই নারীর বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায়। গত ১৬ সেপ্টেম্বর তিনি ঢাকার কমলাপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস পরিবহনের বাসে চড়ে ব্রাহ্মণবাড়িয়ায় যান। বাসটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলী পৌঁছালে বাস চালকের সহকারী আশরাফুল ওই নারীর সঙ্গে বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করে। কাউতলী এলাকায় নেমে আখাউড়ার কোনো যানবাহন না পাওয়ায় কিছুক্ষণ পর ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস পরিবহনের আরেকটি বাস নিয়ে কাউতলী মোড়ে চলে আসে চালকের সহকারী আশরাফুল। এ সময় বাস চালক নজরুল ওই নারীকে বাসে তুলে বিয়াল্লিশ্বর এলাকার একটি স্থানে গিয়ে তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন। এ দৃশ্য পাশের কেফায়েত উল্লাহ দেখে ফেললে তাঁদের ভয় দেখিয়ে ওই নারীকে করাতকলে নিয়ে যেয়ে আবারো ধর্ষণ করে। 

বাংলাদেশ মহিলা পরিষদ এসব দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। সেই সঙ্গে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তিরোধে প্রয়োজনায় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত