পটুয়াখালী প্রতিনিধি
কাউকে পেটাতে হলে ডাক পড়ে শফির। মাদকের চালান পৌঁছে দেওয়া, কোনো সাংবাদিককে শায়েস্তা করা কিংবা অন্য কোনো অপরাধমূলক কাজ—সবখানে নেতৃত্বে শফি। এই শফির দস্যিপনায় সবকিছু নিয়ন্ত্রণে রেখেছে কালাইয়ার মনির বাহিনী। পটুয়াখালীর বাউফলে সম্প্রতি সংসদ সদস্যের সামনে উপজেলা চেয়ারম্যানকে কুপিয়ে জখম করার ঘটনায়ও নেতৃত্ব দেন এই শফি।
১৭ মার্চ বাউফলে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষে জড়ায় আ স ম ফিরোজ এবং উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের সমর্থকেরা। সংঘর্ষের সময়কার একটি ভিডিওতে দেখা যায়, এমপি আ স ম ফিরোজ একটি ছাদখোলা গাড়িতে দাঁড়ানো। তাঁর সামনে, পেছনে রাস্তায় নেতা-কর্মীরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ‘ফিরোজ ভাই, ফিরোজ ভাই’ বলে স্লোগান দিচ্ছে। তাঁর গাড়ির পাশে ক্যাপ পরা এক ব্যক্তি মিছিলের লোকজনকে সরিয়ে দিয়ে মোতালেব হাওলাদারের ওপর হামলা করার জন্য এগিয়ে যাচ্ছে, তার পেছনে শফি হাওলাদারসহ তাঁর দল অস্ত্রশস্ত্র নিয়ে আসছে। ক্যাপ পরা ওই ব্যক্তিই আ স ম ফিরোজের ভাতিজা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহমেদ মনির মোল্লা। তাঁর সঙ্গে থাকা ক্যাডার বাহিনী ছিল ‘শফি’ গ্রুপের। আরেক ছবিতে দেখা যায়, ধারালো অস্ত্র দিয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারের ওপর হামলা করছেন লাল গেঞ্জি পরা যুবলীগ কর্মী শফি হাওলাদার।
জানা গেছে, ২০০২ সালে বিএনপি সরকারের আমলে যুবদলের সক্রিয় কর্মী হিসেবে বিভিন্ন মিছিল-সমাবেশে অংশ নিতেন জেলার দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের শফি হাওলাদার। ওই সময়ে দলীয় কোন্দলের কারণে তিনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহজাদা মিয়ার ওপর অতর্কিত হামলা চালান। এর পর থেকে আলোচনায় আসেন শফি হাওলাদার। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে তিনি সংসদ সদস্যের ভাতিজা ফয়সাল আহমেদ মনির মোল্লার সঙ্গে সখ্য গড়ে তোলেন। এর পর থেকে তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। মনির মোল্লার প্রধান শক্তি হিসেবে প্রভাব খাটিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি।
এখন পর্যন্ত তিন মামলার আসামি শফি। ২০১৩ সালের ২৭ অক্টোবর মো. গালিব নামের ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে উপজেলার কালাইয়া বাজারে প্রকাশ্যে কুপিয়ে আহত করেন এই শফি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় পুলিশ অভিযোগপত্র দিয়েছে, যা বিচারাধীন। পরে ২০২২ সালের ১৩ জানুয়ারি বগা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোতালেব হাওলাদারের পুত্র মো. মাহামুদ হাসানকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ ওঠে শফি হাওলাদারের বিরুদ্ধে। ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হলে তিন মাস জেলও খাটেন শফি। সর্বশেষ ১৭ মার্চ মোতালেব হাওলাদারকে কুপিয়ে জখম করার ঘটনায় তিনি নেতৃত্ব দেন। সর্বশেষ গত ১৭ মার্চ মোতালেব হাওলাদারকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে উপজেলা আওয়ামীলীগের একাংশ। এতে জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল কামাল পল্টু অংশ নিয়ে বক্তব্য দেওয়ায় গত ২২ মার্চ তার বাড়িতে ইউপি চেয়ারম্যান মনির মোল্লার নেতৃত্ব হামলা করেন শফি। তখন তিনি কৃষক লীগ নেতাকে পিটিয়েও জখম করে শফি। এ ঘটনায়ও তাঁর বিরুদ্ধে বাউফল থানায় মামলা হয়েছে।
জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল কামাল পল্টু বলেন, ‘কালাইয়ার বর্তমান চেয়ারম্যান মনির মোল্লার ক্যাডার হিসেবে আছেন শফি। শফি বড় একটি সন্ত্রাসী বাহিনীর নেতৃত্ব দেয়, যা দিয়ে কালাইয়াসহ পার্শ্ববর্তী ইউনিয়নে প্রভাব খাটিয়ে আসছে।’
এদিকে মোতালেব হাওলাদারকে কুপিয়ে আহত হওয়ার ঘটনায় ১০ দিনেও শফিসহ কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে সংঘর্ষের সময় সরকারি কাজে বাধা এবং পুলিশ আহত হওয়ার ঘটনায় গত শুক্রবার রাতে অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে একটি মামলা করে পুলিশ। তবে এ হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মোতালেব হাওলাদারের ছেলে মাহমুদ হাসান।
এ বিষয়ে জানতে চাইলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘আমরা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারিনি। তবে শফিসহ জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।’
কাউকে পেটাতে হলে ডাক পড়ে শফির। মাদকের চালান পৌঁছে দেওয়া, কোনো সাংবাদিককে শায়েস্তা করা কিংবা অন্য কোনো অপরাধমূলক কাজ—সবখানে নেতৃত্বে শফি। এই শফির দস্যিপনায় সবকিছু নিয়ন্ত্রণে রেখেছে কালাইয়ার মনির বাহিনী। পটুয়াখালীর বাউফলে সম্প্রতি সংসদ সদস্যের সামনে উপজেলা চেয়ারম্যানকে কুপিয়ে জখম করার ঘটনায়ও নেতৃত্ব দেন এই শফি।
১৭ মার্চ বাউফলে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষে জড়ায় আ স ম ফিরোজ এবং উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের সমর্থকেরা। সংঘর্ষের সময়কার একটি ভিডিওতে দেখা যায়, এমপি আ স ম ফিরোজ একটি ছাদখোলা গাড়িতে দাঁড়ানো। তাঁর সামনে, পেছনে রাস্তায় নেতা-কর্মীরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ‘ফিরোজ ভাই, ফিরোজ ভাই’ বলে স্লোগান দিচ্ছে। তাঁর গাড়ির পাশে ক্যাপ পরা এক ব্যক্তি মিছিলের লোকজনকে সরিয়ে দিয়ে মোতালেব হাওলাদারের ওপর হামলা করার জন্য এগিয়ে যাচ্ছে, তার পেছনে শফি হাওলাদারসহ তাঁর দল অস্ত্রশস্ত্র নিয়ে আসছে। ক্যাপ পরা ওই ব্যক্তিই আ স ম ফিরোজের ভাতিজা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহমেদ মনির মোল্লা। তাঁর সঙ্গে থাকা ক্যাডার বাহিনী ছিল ‘শফি’ গ্রুপের। আরেক ছবিতে দেখা যায়, ধারালো অস্ত্র দিয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারের ওপর হামলা করছেন লাল গেঞ্জি পরা যুবলীগ কর্মী শফি হাওলাদার।
জানা গেছে, ২০০২ সালে বিএনপি সরকারের আমলে যুবদলের সক্রিয় কর্মী হিসেবে বিভিন্ন মিছিল-সমাবেশে অংশ নিতেন জেলার দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের শফি হাওলাদার। ওই সময়ে দলীয় কোন্দলের কারণে তিনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহজাদা মিয়ার ওপর অতর্কিত হামলা চালান। এর পর থেকে আলোচনায় আসেন শফি হাওলাদার। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে তিনি সংসদ সদস্যের ভাতিজা ফয়সাল আহমেদ মনির মোল্লার সঙ্গে সখ্য গড়ে তোলেন। এর পর থেকে তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। মনির মোল্লার প্রধান শক্তি হিসেবে প্রভাব খাটিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি।
এখন পর্যন্ত তিন মামলার আসামি শফি। ২০১৩ সালের ২৭ অক্টোবর মো. গালিব নামের ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে উপজেলার কালাইয়া বাজারে প্রকাশ্যে কুপিয়ে আহত করেন এই শফি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় পুলিশ অভিযোগপত্র দিয়েছে, যা বিচারাধীন। পরে ২০২২ সালের ১৩ জানুয়ারি বগা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোতালেব হাওলাদারের পুত্র মো. মাহামুদ হাসানকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ ওঠে শফি হাওলাদারের বিরুদ্ধে। ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হলে তিন মাস জেলও খাটেন শফি। সর্বশেষ ১৭ মার্চ মোতালেব হাওলাদারকে কুপিয়ে জখম করার ঘটনায় তিনি নেতৃত্ব দেন। সর্বশেষ গত ১৭ মার্চ মোতালেব হাওলাদারকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে উপজেলা আওয়ামীলীগের একাংশ। এতে জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল কামাল পল্টু অংশ নিয়ে বক্তব্য দেওয়ায় গত ২২ মার্চ তার বাড়িতে ইউপি চেয়ারম্যান মনির মোল্লার নেতৃত্ব হামলা করেন শফি। তখন তিনি কৃষক লীগ নেতাকে পিটিয়েও জখম করে শফি। এ ঘটনায়ও তাঁর বিরুদ্ধে বাউফল থানায় মামলা হয়েছে।
জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল কামাল পল্টু বলেন, ‘কালাইয়ার বর্তমান চেয়ারম্যান মনির মোল্লার ক্যাডার হিসেবে আছেন শফি। শফি বড় একটি সন্ত্রাসী বাহিনীর নেতৃত্ব দেয়, যা দিয়ে কালাইয়াসহ পার্শ্ববর্তী ইউনিয়নে প্রভাব খাটিয়ে আসছে।’
এদিকে মোতালেব হাওলাদারকে কুপিয়ে আহত হওয়ার ঘটনায় ১০ দিনেও শফিসহ কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে সংঘর্ষের সময় সরকারি কাজে বাধা এবং পুলিশ আহত হওয়ার ঘটনায় গত শুক্রবার রাতে অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে একটি মামলা করে পুলিশ। তবে এ হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মোতালেব হাওলাদারের ছেলে মাহমুদ হাসান।
এ বিষয়ে জানতে চাইলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘আমরা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারিনি। তবে শফিসহ জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৫ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৮ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৯ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫