গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে ইয়াবা উদ্ধারের সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে দুই বছর আগে নিখোঁজ এক ব্যক্তির খুনের রহস্য উদ্ঘাটিত হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেখানো স্থান থেকে গতকাল সোমবার বিকেলে খুন হওয়া ব্যক্তির কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরীর বাসন থানার নান্দন কড্ডা এলাকায়। ২০২০ সালের ৩০ ডিসেম্বর ওই এলাকায় খুন হন জামালপুর জেলার বকশীগঞ্জ থানার পলাশতলা গ্রামের মিনারুল (৪১)। মাদকের টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে সহযোগী মাদক কারবারিদের হাতে খুন হন মিনারুল।
গতকাল গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার দেলোয়ার হোসেন জানান, মহানগরীর কড্ডা এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন মিনারুল। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মিনারুলের নামে জিএমপির বিভিন্ন থানায় মাদকের সাতটি মামলা রয়েছে। ২০২০ সালের ৩০ ডিসেম্বর তিনি নিখোঁজ হন। পরে তাঁর স্ত্রী মৌসুমী ২০২১ সালের ৯ জানুয়ারি কোনাবাড়ী থানায় নিখোঁজের বিষয়ে জিডি করেন। কিন্তু মিনারুলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ কমিশনার দেলোয়ার হোসেন আরও জানান, গত ২২ অক্টোবর ২ হাজার ৭০০টি ইয়াবা বড়িসহ আলম হোসেনসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। আলম ৯টি মাদক মামলার আসামি। মাদক কারবারের বিস্তারিত জানতে আদালতের মাধ্যমে আলমকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি জানান, ২০২০ সালের ৩০ ডিসেম্বর রাতে নান্দন কড্ডা এলাকার ভাড়া বাসায় মাদক কারবারের টাকা ভাগাভাগি হয়। এ সময় মিনারুলের সঙ্গে আলমসহ আরও চার-পাঁচজনের হাতাহাতি ও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলমসহ অন্যরা মিনারুলকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেন। পরে লাশ ওই বাড়ির একটু সামনে মাটি চাপা দিয়ে পুঁতে ফেলেন। আলমের স্বীকারোক্তি ও দেওয়া তথ্যমতে, গতকাল মিনারুলের দেহাবশেষ উদ্ধার করা হয়।
এ সময় জিএমপির উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো. সামছুর রহমান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) রেজওয়ান আহমেদ, সহকারী পুলিশ কমিশনার বেলাল হোসেন, বাসন থানার ওসি মালেক খসরু খান প্রমুখ উপস্থিত ছিলেন।
গাজীপুরে ইয়াবা উদ্ধারের সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে দুই বছর আগে নিখোঁজ এক ব্যক্তির খুনের রহস্য উদ্ঘাটিত হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেখানো স্থান থেকে গতকাল সোমবার বিকেলে খুন হওয়া ব্যক্তির কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরীর বাসন থানার নান্দন কড্ডা এলাকায়। ২০২০ সালের ৩০ ডিসেম্বর ওই এলাকায় খুন হন জামালপুর জেলার বকশীগঞ্জ থানার পলাশতলা গ্রামের মিনারুল (৪১)। মাদকের টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে সহযোগী মাদক কারবারিদের হাতে খুন হন মিনারুল।
গতকাল গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার দেলোয়ার হোসেন জানান, মহানগরীর কড্ডা এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন মিনারুল। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মিনারুলের নামে জিএমপির বিভিন্ন থানায় মাদকের সাতটি মামলা রয়েছে। ২০২০ সালের ৩০ ডিসেম্বর তিনি নিখোঁজ হন। পরে তাঁর স্ত্রী মৌসুমী ২০২১ সালের ৯ জানুয়ারি কোনাবাড়ী থানায় নিখোঁজের বিষয়ে জিডি করেন। কিন্তু মিনারুলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ কমিশনার দেলোয়ার হোসেন আরও জানান, গত ২২ অক্টোবর ২ হাজার ৭০০টি ইয়াবা বড়িসহ আলম হোসেনসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। আলম ৯টি মাদক মামলার আসামি। মাদক কারবারের বিস্তারিত জানতে আদালতের মাধ্যমে আলমকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি জানান, ২০২০ সালের ৩০ ডিসেম্বর রাতে নান্দন কড্ডা এলাকার ভাড়া বাসায় মাদক কারবারের টাকা ভাগাভাগি হয়। এ সময় মিনারুলের সঙ্গে আলমসহ আরও চার-পাঁচজনের হাতাহাতি ও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলমসহ অন্যরা মিনারুলকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেন। পরে লাশ ওই বাড়ির একটু সামনে মাটি চাপা দিয়ে পুঁতে ফেলেন। আলমের স্বীকারোক্তি ও দেওয়া তথ্যমতে, গতকাল মিনারুলের দেহাবশেষ উদ্ধার করা হয়।
এ সময় জিএমপির উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো. সামছুর রহমান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) রেজওয়ান আহমেদ, সহকারী পুলিশ কমিশনার বেলাল হোসেন, বাসন থানার ওসি মালেক খসরু খান প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫