রংপুর প্রতিনিধি
রংপুরে পুলিশের কনস্টেবল নিয়োগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্বাক্ষর জাল করে ‘ডেমি অফিশিয়াল লেটার’ (ডিও লেটার) দেওয়ার ঘটনায় এক পুলিশ সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে মোবাইল ফোন, স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করা ডিও লেটারসহ ভুয়া কাগজপত্র ও ছবি জব্দ করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. হোসেন আলী। তিনি জানান, গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের নামে মামলা হয়েছে।
মামলার পর রাতেই তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আসামিরা হলেন—গাইবান্ধার সাদুল্লাহপুর থানার ফুলবাড়ি গ্রামের বাসিন্দা রংপুর মহানগর পুলিশ লাইনের এমটি (যানবাহন) শাখায় কর্মরত কনস্টেবল মাসুদার রহমান মাসুদ (৪৫), রংপুর সদর উপজেলার উত্তর মহেষপুর গ্রামের জুয়েল রানা (২৮), একই এলাকার আল আমিন (১৯) এবং মিঠাপুকুর উপজেলার রূপসী গাছুপাড়া গ্রামের মোসাদ্দেক হোসেন (২০)।
পুলিশ জানায়, সম্প্রতি পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পর অর্থের বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে রংপুরে একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে ওঠে। চক্রের ফাঁদে পা দিয়ে আসামি জুয়েল রানা তাঁর ভাতিজা আল আমিনকে নিয়োগের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে এ চক্রের মূলহোতা পুলিশ কনস্টেবল মাসুদার রহমান মাসুদের সঙ্গে আলোচনা করেন। একপর্যায়ে মাসুদের কথামতো আল-আমিন ঢাকায় গিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে থাকা চক্রের অজ্ঞাত সদস্যের কাছ থেকে ডিও লেটার সংযুক্ত একটি খাম গ্রহণ করেন। একইভাবে অপর আসামি মোসাদ্দেক হোসেনকেও চাকরির প্রলোভন দেখান মাসুদ। এভাবে মাসুদ বিভিন্নজনের সঙ্গে পুলিশে চাকরির প্রলোভন দেখিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির স্বাক্ষর জালিয়াতি ও মূল্যবান জামানত জাল করে আসছিলেন। বুধবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জাল ডিও লেটারটি জব্দ করেন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) বুলবুল আহম্মেদ।
রংপুরে পুলিশের কনস্টেবল নিয়োগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্বাক্ষর জাল করে ‘ডেমি অফিশিয়াল লেটার’ (ডিও লেটার) দেওয়ার ঘটনায় এক পুলিশ সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে মোবাইল ফোন, স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করা ডিও লেটারসহ ভুয়া কাগজপত্র ও ছবি জব্দ করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. হোসেন আলী। তিনি জানান, গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের নামে মামলা হয়েছে।
মামলার পর রাতেই তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আসামিরা হলেন—গাইবান্ধার সাদুল্লাহপুর থানার ফুলবাড়ি গ্রামের বাসিন্দা রংপুর মহানগর পুলিশ লাইনের এমটি (যানবাহন) শাখায় কর্মরত কনস্টেবল মাসুদার রহমান মাসুদ (৪৫), রংপুর সদর উপজেলার উত্তর মহেষপুর গ্রামের জুয়েল রানা (২৮), একই এলাকার আল আমিন (১৯) এবং মিঠাপুকুর উপজেলার রূপসী গাছুপাড়া গ্রামের মোসাদ্দেক হোসেন (২০)।
পুলিশ জানায়, সম্প্রতি পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পর অর্থের বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে রংপুরে একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে ওঠে। চক্রের ফাঁদে পা দিয়ে আসামি জুয়েল রানা তাঁর ভাতিজা আল আমিনকে নিয়োগের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে এ চক্রের মূলহোতা পুলিশ কনস্টেবল মাসুদার রহমান মাসুদের সঙ্গে আলোচনা করেন। একপর্যায়ে মাসুদের কথামতো আল-আমিন ঢাকায় গিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে থাকা চক্রের অজ্ঞাত সদস্যের কাছ থেকে ডিও লেটার সংযুক্ত একটি খাম গ্রহণ করেন। একইভাবে অপর আসামি মোসাদ্দেক হোসেনকেও চাকরির প্রলোভন দেখান মাসুদ। এভাবে মাসুদ বিভিন্নজনের সঙ্গে পুলিশে চাকরির প্রলোভন দেখিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির স্বাক্ষর জালিয়াতি ও মূল্যবান জামানত জাল করে আসছিলেন। বুধবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জাল ডিও লেটারটি জব্দ করেন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) বুলবুল আহম্মেদ।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৫ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫