Ajker Patrika

পরিকল্পনামন্ত্রীর ফোন ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৯ জুলাই ২০২১, ১১: ৩৬
পরিকল্পনামন্ত্রীর ফোন ছিনতাই

ঢাকা: রাজধানীর বিজয় সরণি থেকে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সেলফোন ছিনতাই হয়েছে। গত রোববার সন্ধ্যায় জ্যামে আটকা থাকা অবস্থায় মন্ত্রীর ফোনটি ছিনতাই হয় বলে আজ মঙ্গলবার নিশ্চিত করেছেন কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান।

তিনি জানান, মন্ত্রীর পিএস মোবাইল ছিনতাইয়ের ঘটনায় মামলা করেছেন।

এদিকে আজ মঙ্গলবার (১ জুন) শেরেবাংলা নগরে অবস্থিত পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী নিজেই সাংবাদিকদের ফোন ছিনতাই হওয়ার কথা জানান।

মন্ত্রী বলেন, রোববার সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাওয়ার পথে বিজয় সরণিতে গাড়িতে বসে মোবাইল ব্রাউজিং করছিলাম। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন ছোঁ মেরে মোবাইল নিয়ে দৌড় দেয়।

ছিনতাই হওয়া মোবাইল ফোনটি তার ছেলের উপহার দেওয়া উল্লেখ করে মন্ত্রী বলেন, ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কী ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। সম্বিৎ ফিরে পেয়ে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি, আমার মোবাইল নিয়ে গেল। এসময় গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেননি।

ছিনতাই হওয়া সেলফোনের আইএমইআই নম্বরসহ আনুষঙ্গিক তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে বলে জানান মন্ত্রী।

কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান বলেন, গত ৩০ মে সন্ধ্যা ৭টার দিকে মন্ত্রী মহোদয় অফিস থেকে বিজয় সরণি হয়ে ফিরছিলেন। বিজয় সরণিতে মন্ত্রীর গাড়ি জ্যামে আটকে ছিল। গাড়ির গ্লাস নামিয়ে তিনি ফোনে কথা বলা অবস্থায় তার ফোনটি ছিনতাই হয়।

ওসি জানান, এখনো ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত