Ajker Patrika

৭৫ বছরের নারীকে ‘যৌন হয়রানি’

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
৭৫ বছরের নারীকে ‘যৌন হয়রানি’

নাটোরের বড়াইগ্রামে ৭৫ বছরের এক নারীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে আলম হোসেন (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার ওই নারী বাদী হয়ে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্র জানায়, দুই বছর আগে বাড়ি নির্মাণের সময় ওই নারীকে যৌন হয়রানি করেন রাজমিস্ত্রী আলম। তখন থানায় অভিযোগ করলে পুলিশ তাঁকে আটক করে। পরে এ ধরনের কাজ আর করবেন না মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পান। এরপর কয়েকদিন আগে রাত ১০টার দিকে ওই নারীর ঘরে ঢুকে লুকিয়ে থাকেন আলম হোসেন। বৃদ্ধা বুঝতে পেরে চিৎকার দিলে তিনি পালিয়ে যান। এরপর থেকে আলম রাতের বেলা ওই নারীর ঘরে চালের ঢিল ছুড়ে আসছেন।

ওই নারী বলেন, ‘আমি আলম হোসেনের হয়রানি থেকে মুক্তি ও তাঁর কর্মকাণ্ডের বিচার চাই।’ অভিযুক্ত আলম হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে গুজব ছড়িয়ে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’

বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত