Ajker Patrika

দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২১ জুন ২০২১, ১৪: ৫২
দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য আটক

ঢাকা: রাজধানীর হাজারীবাগ ও দারুস সালাম এলাকায় পৃথক অভিযানে কিশোর গ্যাং 'ডন সাগর' ও 'মুন্না গ্রুপের' ১৬ সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাবের দাবি, এলাকায় এই কিশোরেরা নানা অপরাধমূলক কাজে জড়িত ছিল। আটকের সময় তাদের কাছ থেকে ১১টি ছুরি, একটি চাপাতি, তিনটি হোল্ডিং চাকু, একটি ক্ষুর উদ্ধার করা হয়।

আজ সোমবার সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান র‍্যাব-২-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম।

লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম বলেন, স্থানীয়ভাবে আটক কিশোরেরা 'ডন সাগর গ্রুপ' ও 'মুন্না গ্রুপ'–এর সদস্য হিসেবে পরিচিত। সংঘবদ্ধভাবে বিভিন্ন দলে ভাগ হয়ে তারা ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, ইভ টিজিং, চাঁদাবাজি করত। এ ছাড়া টিকটকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাত। এমনকি নিজেদের গ্রুপের আধিপত্য বজায় রাখার জন্য সশস্ত্র সংঘর্ষেও জড়াত।

এদিকে কিশোর অপরাধী হিসেবে অভিযুক্ত আটককৃতদের বয়স বিশ্লেষণ করে দেখা গেছে, ১৬ জনের মধ্যে ৬ জনের বয়স ১৮ বছরের নিচে হলেও বাকি ১০ জনের বয়স অনেক বেশি। এমনকি কিশোর অপরাধী হিসেবে আটক একজনের বয়স ৩২ বছর।

র‍্যাব বলছে, বিভিন্ন মাধ্যমে প্রদত্ত তথ্য বিশ্লেষণ করে অভিযুক্তদের তালিকা তৈরি করে অভিযান পরিচালনা করা হয়েছে। এক মাসে তালিকাভুক্ত ১১টি কিশোর গ্যাং গ্রুপের ৬২ জনকে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত